ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

ঢাকায় সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি

প্রকাশিত: ২১:৫৬, ৩০ মার্চ ২০২৩

ঢাকায় সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি

বৃষ্টি। ফাইল ফটো

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। সারাদেশেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া বিভাগের। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও  শিলাবৃষ্টিও হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে।

এসআর

×