ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে বইছে মৃদু শৈত্য প্রবাহ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ১৪:৫৫, ১৩ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৬:০৮, ১৩ জানুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে বইছে মৃদু শৈত্য প্রবাহ

শীতের মধ্যে কর্মস্থলে যাচ্ছে কর্মজীবী মানুষ

চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহের পর শুক্রবার থেকে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে অস্বাভাবিক শীত অনুভূত হচ্ছে। 
 
পৌষ মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গা জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শেষ রাত থেকে সকাল ৯টার দিকেও  কুয়াশা ছিল। দিনে সূর্য উঁকি দেখা মিললেও উষ্ণতা কম। ঠাণ্ডার দাপটের কাছে যেন নিস্তেজ হয়ে পড়েছে সূর্যটাও। কনকনে শীতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। 

এসআর

×