ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

রেটিং দাবায় চ্যাম্পিয়ন তাহসিন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৪, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:৩৫, ৮ নভেম্বর ২০২৪

রেটিং দাবায় চ্যাম্পিয়ন তাহসিন

পুরস্কার নিচ্ছেন তাহসিন

পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে আজ শুক্রবার মিরপুরে শেষ হয়েছে শহীদ ডাক্তার রাইসুল হাসান নোমান আমন্ত্রণমূলক দাবা। 

এতে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ৯ রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে ২ আন্তর্জাতিক মাস্টার, ৭ ফিদেমাস্টারসহ ১০ দাবাড়ু অংশ নেন। এতে ফাইনাল রাউন্ড ৬টি জয় এবং ৩টি ড্রয়ে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন তাহসিন।

জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা সাজিদ ৯ রাউন্ডে ৩টি জয় এবং ৬টি ড্র নিয়ে ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ৩টি জয় এবং ৬টি ড্র নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে তৃতীয় হন। 

টুর্নামেন্টের প্রাইজমানি ৪০ হাজার টাকা। জয়ী দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ যুগ্মসচিব ও ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন। আরও উপস্থিত ছিলেন পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, উপদেষ্টা তাসমিন রহমান লাবণ্য এবং আরও অনেকে। 
 

রুমেল খান/ এসআর

×