ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ইতিহাসের পথে সুইয়াটেক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৩, ১৬ মার্চ ২০২৩

ইতিহাসের পথে সুইয়াটেক

ইগা সুইয়াটেক

ইন্ডিয়ান্স ওয়েলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন  ইগা সুইয়াটেক। ওমেন্স সিঙ্গেলসে চতুর্থ রাউন্ডের বিগ ম্যাচে যুক্তরাষ্ট্রের এমা রাদুকানুকে ৬-৩, ৬-১ সেটে হারিয়েছেন পোলিশ তারকা। এর মধ্য দিয়ে তিন দশকেরও বেশি সময়ে টানা দুটি ওয়েলস জয়ের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন। কোয়ার্টারে সুইয়াটেকের প্রতিপক্ষ রোমানিয়ার সোরানা ক্রিস্টি। চতুর্থ রাউন্ডে যিনি ফরাসি পতাকাতলে খেলা স্বদেশী ক্যারোলিনা গার্সিয়াকে হারিয়েছেন ৬-৪, ৪-৬, ৭-৫ সেটে। ওদিকে ছেলেদের এককে ব্রিটেনের আলেক্সান্ডার ডিপার্টকে ৬-২, ২-০ সেটে হারিয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারেজ। কোয়ার্টারে তার প্রতিপক্ষ কানাডার ফেলিক্স আগার।

monarchmart
monarchmart