ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ইউএস ওপেনের নতুন রানী সুইয়াটেক

জিএম মোস্তফা

প্রকাশিত: ০১:১০, ১২ সেপ্টেম্বর ২০২২

ইউএস ওপেনের নতুন  রানী সুইয়াটেক

শিরোপা হাতে পোল্যান্ডের ইগা সুইয়াটেক

ইউএস ওপেনেও বাজিমাত করলেন ইগা সুইয়াটেকদাপুটে পারফর্মেন্সের সৌজন্যেই মৌসুমের শেষ মেজর এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকাশনিবার ইউএস ওপেনের ফাইনালে পোল্যান্ডের এই তরুণী ৬-২ এবং ৭-৬ (৫) ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেন দুর্দান্ত ফর্মে থাকা তিউনিসিয়ার উনস জেবিয়ারকেআর তাতেই ইতিহাসের সোনালি পাতায় জায়গা করে নেন সুইয়াটেকপোল্যান্ডের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন ২০ বছরের এই তরুণী

২০১৬ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে এক বছরে দুটি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও এখন ইগা সুইয়াটেকেরচলতি বছরের শুরুর দিকে গোটা টেনিস দুনিয়াকে অবাক করেই র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নেন এ্যাশলে বার্টিএরপর থেকেই পোলিশ তরুণীর উত্থানগত জুনে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপাসেই সময়ে টানা ৩৭ ম্যাচে জয়ের কীর্তিও গড়েছিলেন তিনিটানা ৬ শিরোপা জয়ের পর কিছুটা সময় নিষ্প্রভ ছিলেন ইগা

কিন্তু এবার সঠিক সময়েই স্বরূপে ফিরলেনদাপুটে পারফর্ম করে জিতলেন বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনউনস জেবিয়ারকে পরাজিত করে প্রথমবারের মতো ইউএস ওপেন জয়ের পাশাপাশি ক্যারিয়ারের তৃতীয় মেজর টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়

নিউইয়র্কের আর্থার এ্যাশ স্টেডিয়ামে সময়ের সেরা দুই তারকার লড়াইটা সহজ ছিল না মোটেওতবে শেষের হাসিটা হাসেন সুইয়াটেকইদীর্ঘ ১ ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই জেবিয়ারকে সরাসরি সেটে পরাজিত করেন সুইয়াটেকসেইসঙ্গে ক্যারিয়ারের ১০ম শিরোপা জিতলেন তিনিজেবিয়ারকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করে তুললেন শীর্ষ বাছাইশেষ ১০টি ফাইনালে একটি সেটও না হেরে সবই জয়ের দেখা পেয়েছেন তিনিক্যারিয়ারে ১৮ টুর্নামেন্টের ফাইনালে খেলা এই পোলিশ তারকা জিতেছেন তার ১৭টিতেই! হার মাত্র একটিচলতি মৌসুমে এটা তার সপ্তম শিরোপা২০১৪ সালের পর প্রথম এই রেকর্ড গড়লেন তিনি৮ বছর আগে এই রেকর্ড গড়েছিলেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসদীর্ঘ ৮ বছর পর শীর্ষ বাছাই হিসেবে ইউএস ওপেনের ট্রফি জয়ের কীর্তিও এখন সুইয়াটেকেরমারিয়া শারাপোভার পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ডটাও নিজের করে নিলেন পোলিশ তারকারাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল খ্যাত শারাপোভা ২০০৮ সালে যখন এই কীর্তি গড়েছিলেন তখন তার বয়স ছিল ২০ওপেন যুগে মাত্র নবম খেলোয়াড় হিসেবে ২২ বছরে পা দেয়ার আগেই তিন মেজর ট্রফি ছোঁয়ার সৌভাগ্যও এখন সুইয়াটেকের

ইউএস ওপেন জয়ের পর গর্বিত বিশ্ব টেনিসের শীর্ষ তারকানিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুইয়াটেক বলেন, ‘মৌসুমের শুরুতে অনুভব করেছিলাম হয়ত ডব্লিউটিএ ইভেন্টে ভাল করতে পারিঅস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের টিকেট কেটেছিলাম ঠিকই কিন্তু গ্র্যান্ডস্লাম যে জিততে পারব সে ব্যাপারে কখনই নিশ্চিত কিছু ভাবতে পারিনিএটা সত্যিই অপ্রত্যাশিতআমি গর্বিত এবং কিছুটা বিস্মিতও

এটা করতে পেরে আমি অনেক আনন্দিতসুইয়াটেকের তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের ফলে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে উনস জেবিয়ারেরপ্রথম আফ্রিকান হিসেবে নারীদের বিভাগে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়া হলো না তার২৮ বছর বয়সী এই তিউনিসিয়ান জুলাইয়ে উইম্বলডনের ফাইনালেও হারের স্বাদ পেয়েছিলেনপুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা জেবিয়ার ফাইনালের পথে মাত্র একটি সেটে হেরেছিলেনকিন্তু সুইয়াইটেকের বিপক্ষে ফাইনালে পুরো ম্যাচে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনিনিখুঁত সার্ভিস ও অনন্য ফোরহ্যান্ডের মাধ্যমে একের পর এক পয়েন্ট আদায় করে নেন ইগা সুইয়াটেক

 

 

×