
দলের প্রধান সমন্বয়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, ক্লাবের প্রধান সমন্বয়ক আকবর বাবুল, অন্যান্য কর্মকর্তা ও কোচদের মাঝে ক্রিকেটাররা
তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে উঠে চমক দেখিয়েছে তারুণ্যদীপ্ত ইস্কাটন সবুজ সংঘ দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ খেলায় রেইনবো সিসিকে অনায়াসেই ১০ উইকেটে হারিয়ে শক্তিমত্তার পরিচয় দিয়ে সুপার লিগে উঠে গেছে ইস্কাটন সবুজ সংঘ দল।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে অন্তর গোপ (৩/১৬), আবদুর রহিম (২/২৮) ও রিজওয়ান রহমানের (২/১৩) মারাত্মক বোলিংয়ের মুখে ৩৪.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় রেইনবো সিসি। দলের পক্ষে ওমর ফারুক সর্ব্বোচ ২৩ রান করেন। জবাবে ওপেনার আল আরাফাত ও সালামান ভুঁইয়ার দৃড়তায় মাত্র ৮.৩ ওভার ব্যাট করেই ৯৬ রান তুলে নিয়ে ১০ উইকেটে সহজ নিয়ে মাঠ ছাড়ে ইস্কাটন সবুজ সংঘ। আরাফাতের মারমুখো চমকপ্রদ অর্ধশতক (২৭ বলে ৬৬ রান) ও সালমান ভুঁইয়ার ২৪ বলে ১৮ রান দলকে বড় জয় এনে দেয়।
ইস্কাটন সবুজ সংঘের ক্ষুদে ক্রিকেটারদের অনুপ্রানিত করতে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের একসময়ের তারকা খেলোয়াড় জাতীয় দলের সাবেক দলনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, ওয়ানডেতে প্রথম সেঞ্চুরীয়ান মেহরাব হোসেন অপি, জাতীয় যুব দলের সাবেক ক্রিকেটার শোভন, ক্লাব সেক্রেটারী মীর আকতারউদ্দিন মনু, সহ:সভাপতি ও ক্রিকেট কমিটির সেক্রেটারী মশিউল আজম সজল, ক্লাবের প্রধান সমন্বয়ক আকবর বাবুল, ক্লাবের সাবেক ক্রিকেটার ও ফুটবল দলের দলনায়ক শ্যামল।
ইস্কাটন ক্রিকেট দলের প্রধান সমন্বয়ক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, ক্লাবের প্রধান সমন্বয়ক আকবর বাবুল, অনান্য কর্মকর্তা ও কোচদের মাঝে ক্রিকেটাররা ছবি : সৌজন্য
জাহিদ জয় /রাজু