
ফ্লাইং কিস, আগ্রাসী সেলিব্রেশন- ফের আলোচনায় হার্ষিত রানা
গত আইপিএলেই বোলিং দক্ষতা দিয়ে সবার নজর কেড়েছিলেন হার্ষিত রানা। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি আলোচনায় এসেছিলেন ভুল কারণে।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই তরুণ পেসার তার দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গির জন্যও শিরোনামে উঠে এসেছিলেন। তার বিখ্যাত ‘ফ্লাইং কিস’ সেলিব্রেশন আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছিল।
এবারও একই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) ব্যাটার এইডেন মার্করামকে একটি দুর্দান্ত অফ-কাটারে আউট করার পর হার্ষিত আবারও বিতর্কে জড়িয়েছেন। উত্তেজিত হয়ে তিনি প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে মার্করামকে সেদিকে যাওয়ার কথা বলেন, যা আইপিএলের আচরণবিধির পরিপন্থী।
হার্ষিত রানা গত মৌসুমে তার বোলিং দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তার গতি, নিয়ন্ত্রণ এবং বৈচিত্র্য তাকে কেকেআরের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছিল। কিন্তু তার মাঠের আচরণ বারবার তাকে সমস্যায় ফেলছে। ‘ফ্লাইং কিস’ সেলিব্রেশনের পর তিনি শুধু জরিমানাই পাননি, ভক্ত ও সমালোচকদের সমালোচনার মুখেও পড়েছিলেন।
এবার মার্করামের বিরুদ্ধে তার অঙ্গভঙ্গি আবারও প্রশ্ন তুলেছে তার পরিপক্কতা নিয়ে। ক্রিকেটে আবেগ প্রকাশ করা স্বাভাবিক হলেও, আইপিএলের মতো টুর্নামেন্টে নিয়মের প্রতি সম্মান দেখানো জরুরি।
মিরাজ/আশিক