ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

টাইব্রেকার ভাগ্যে শেষ আটে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১০, ১৪ মার্চ ২০২৫

টাইব্রেকার ভাগ্যে শেষ আটে রিয়াল মাদ্রিদ

.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা এবং বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাটকীয় টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এদিন নিজেদের মাঠে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। ফলে দুই লেগ মিলিয়ে ম্যাচের ফলাফল ২-২ দাঁড়ালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর নাটকীয় টাইব্রেকারে আলভারেজসহ মোট দুটি পেনাল্টি মিস করে অ্যাটলেটিকো। আর তাতেই টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। 
দিনের আরেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনাল ২-২ গোলে ড্র করে পিএসভির সঙ্গে। তারপরও দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে গানাররা। প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলা ৩-০ গোলে উড়িয়ে দেয় ক্লাব ব্রুগেকে। ফলে সমষ্টিগতভাবে ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছে তারা। এছাড়া, বরুসিয়া ডর্টমুন্ড দ্বিতীয় লেগে ২-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে লিলিকে হারিয়ে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। 
তবে এদিন গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের আলাদা নজর ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের মেট্রোপলিটিয়ানো স্টেডিয়ামে। দুই মাদ্রিদের লড়াই বলে কথা। বাঁচা-মরার মাদ্রিদ ডার্বি দেখার জন্য এদিন স্টেডিয়ামে উপস্থিতি হয় প্রায় ৭০ হাজার দর্শক। অথচ, রদ্ধশ্বাস এই ম্যাচের প্রথম মিনিটেই অ্যাটলেটিকোকে গোল করে এগিয়ে দেন ইংলিশ তারকা কনর গালাঘের। সেই সঙ্গে মাদ্রিদ ডার্বিতে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে গোল করে নিজেকেও নিয়ে যান ইতিহাসের পাতায়। তবে ম্যাচের ২০ মিনিটেই সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এই সময়ে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এর আগে রিয়ালের হয়ে ৭ পেনাল্টির সবকটিই সফলভাবে প্রতিপক্ষের জালে জড়ালেন। এদিন বক্সের বাইরে দিয়ে মারেন তিনি। এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। এমনকি অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষেও এই ফলাফল অপরিবর্তিত থাকে। ফলে দুই লেগ  শেষে ফলাফল দাঁড়ায় ২-২। যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ফেডেরিকো ভালভার্দে এবং অ্যান্তোনিও রুডিগার। তবে পেনাল্টি মিস করেন লুকাস ভাসকেজ।

×