শিরোপাজয়ী দুই স্কুল এক ছবিতে
তাসমেরী অনুর্ধ-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ সোমবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হয়েছে। আন্তর্জাতিক মাষ্টার দাবাড়ু রানী হামিদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন তাসমেরী এ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী সেলিম বিন বাতেন।
বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২০-১৫ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া সেন্ট গ্রেগরি হাইস্কুল ২৩-১৪ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়ে তৃতীয় হয়। বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১২-১০ গোলে সানিডেইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৬-৪ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে হারিয়ে তৃতীয় হয়।
* বালক-বালিকা বিভাগের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকরা পুরস্কার হাতে।
সেরা খেলোয়াড় হন বালক বিভাগে রাসদানুল হক (সানিডেল), সেরা গোলরক্ষক তাহসির (সানিডেল); বালিকা বিভাগে ইলমি (ভিকারুননিসা) ও সেরা গোলরক্ষক হন আনজুম (ভিকারুননিসা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসমেরী গ্রুপের উপদেষ্টা (ফাইন্যান্স) ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদ আহমেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু, টুর্নামেন্ট কমিটির সহকারী সম্পাদক লিপি বেগমসহ ফেডারেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
রুমেল/ এমএম