ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

রোনালদোর ফ্রি ফিলিস্তিন ট্যাটুর নেপথ্যে কাহিনী

প্রকাশিত: ০৬:১৪, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ০৬:২২, ১০ নভেম্বর ২০২৪

রোনালদোর ফ্রি ফিলিস্তিন ট্যাটুর নেপথ্যে কাহিনী

ট্যাটুসহ ভাইরাল হওয়া সেই ছবি

গত কয়েকদিন ধরে একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে,  পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পিঠে ফিলিস্তিনের পতাকা ও Free Palestine লেখা ট্যাটু করা। ছবিটি অনেকে সত্য মনে করে শেয়ার করলেও ছবিটি সত্যিকার অর্থে এডিট করা একটি ছবি বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। তাদের মতে, রোনালদো তার জীবদ্দশায় কখনো শরীরে ট্যাটু করেননি। তিনি নিয়মিত রক্ত দেন বলে এমন সিদ্ধান্ত নেন। তাই তার শরীরে এমন ট্যাটু আসার কোনো সম্ভাবনা নেই।  
এছাড়াও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে রোনালদোর তরফে কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে অনলাইনে অনেক সময় এ সংক্রান্ত ভুয়া খবর ছড়িয়েছে।

নিজের গোল্ডেন বুট পুরস্কার নিলামে তোলার পর ফিলিস্তিনিদের জন্য রোনালদোর দেড় মিলিয়ন ইউরো দান করার একটি ভুয়া খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।

এই তারকা ফুটবলারের স্প্যানিশ ভাষায় ‘টুগেদার উইদ দ্য ফিলিস্তিনি’ লেখা একটি ইমেজও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছিল। তবে সেটিও ছিল ভুয়া। সেখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল ২০১১ সালে স্পেনে ভূমিকম্পের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি রোনালদোর একটি অভিব্যক্তি।

রোনালদোর কাঁধে ফিলিস্তিনি স্কার্ফ পরা একটি ছবি রয়েছে। তবে সেটি আসলে তাকে পরানো হয়েছিল ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে। ওই অনুষ্ঠানে ফিলিস্তিনি অ্যাসোসিয়েশন প্রধান জিব্রিল রাজউবের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগেই ফিলিস্তিনকে সমর্থন করার জেরে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন বলে এমন অভিযোগ তুলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

নাহিদা

×