ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

জাতীয় ক্রীড়া সংস্থাগুলোকে এনএসসির নির্দেশ

প্রকাশিত: ২০:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় ক্রীড়া সংস্থাগুলোকে এনএসসির নির্দেশ

নির্দিষ্ট সময়ের মধ্যে সব ফেডারেশন ও এ্যাসোসিয়েশনকে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী ও অডিট জমা দিতে হবে এনএসসির কাছে

জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২৩ ধারার (জাতীয় ক্রীড়া সংস্থার দায়িত্ব) ‘ক’ তে উল্লেখ আছে প্রত্যেক ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাকে তাদের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে দাখিল করতে হবে। ‘খ’ তে আছে প্রতি বছরের ক্রীড়াপঞ্জী জানুয়ারির মধ্যেই দাখিল করতে হবে। কিন্তু এত বছর ধরে এই আইনকে মান্য করেনি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। 

এবার তাদের কঠোর লাগামের মধ্যে আনতে বদ্ধপরিকর ক্রীড়া পরিষদ। সেই প্রেক্ষিতে ক্রীড়া পরিষদ এক নির্দেশনা জারী করেছে সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাকে। যে নির্দেশনায় এই মাসের মধ্যে আয়-ব্যয়ের হিসাব এবং অডিট প্রতিবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

 

রুমেল/শহিদ

×