
অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুমিনুলের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে রাওয়ালপিন্ডিতে আরেকটি জয়ের পথে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় থেকে আর মাত্র ৬৩ রান দূরে বাংলাদেশ। ১৮৫ রানের জয়ের লক্ষ্যে মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ১২২ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বাকি রান করার জন্য ৮ উইকেট হাতে আছে এখনো বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৩ ও মুমিনুল হক ২০ রানে ব্যাট করছেন।
আগের দিন ৭ ওভার খেলেই বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। জাকির হাসান টি২০ মেজাজে ব্যাট চালিয়ে ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। তবে পঞ্চম দিন সকালে তাকে সেই ছন্দে দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৪০ রানে বিদায় নেন জাকির।
পেসার মির হামজার দুর্দান্ত ডেলিভারিতে জাকির বোল্ড হয়েছেন। ফলে ৫৮ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যায়। গত দুই বছরের মধ্যে ওপেনিং জুটিতে এটাই প্রথম পঞ্চাশোর্ধ রান।
সাদমান ইসলাম অনিকও তেমন স্বচ্ছন্দ্যে ছিলেন না। ১৭ রানে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান হামজার বলে। কিন্তু ২৪ রানে বিদায় নেন খুররম শাহজাদকে তুলে মারতে গিয়ে। ফলে ৭০ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে।
কিন্তু এরপরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিমুল হক দারুন ব্যাটিং করেছেন। তারা আর বিপদ হতে দেননি। তৃতীয় উইকেটে দুজন অবিচ্ছিন্ন থেকে ৫২ রান যোগ করেছেন।
লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ ২ উইকেটে ১২২ রান নিয়ে। আগের দিনের সাথে মঙ্গলবার হওয়া ২৭ ওভারের প্রথম সেশ্নে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে আরো ৮০ রান যোগ করেছে। শান্ত ৩৩ ও মুমিনুল ২০ রানে এখনো অপরাজিত।
মামুন