-
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ। বুধবার রাতেই মাঠে গড়িয়েছে উয়েফা সুপার কাপের ফাইনাল। আজ থেকে শুরু হচ্ছে ইউরোপের অন্যতম সেরা লিগ হিসেবে বিবেচিত স্প্যানিশ লা লিগার লড়াই। লা লিগার ২০২৪-২৫ মৌসুমের উদ্বোধনী ম্যাচে অ্যাথলেটিক বিলবাও স্বাগত জানাবে গেটাফেকে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। রাত ১টা ৩০ মিনিটে আরেক ম্যাচে রিয়াল বেটিস আতিথ্য দিবে গত মৌসুমে চমকে দেওয়া দল জিরোনাকে। স্প্যানিশ লা লিগার এটা ৯৪তম সংস্করণ।
স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে লা লিগায় উন্নীত হয়েছে তিনটি দল। সেগুলো হলো লেগানেস, রিয়াল ভায়াদোলিদ এবং এস্পানিওল।
উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ সান মামেসে গেটাফের মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও। গত মৌসুমটা বেশ ভালোভাবেই কাটিয়েছিল বিলবাও। ৩৮ ম্যাচের ১৯টিতে জয় আর ১১টিতে ড্রয়ের সৌজন্যে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। যা ২০১৫-১৬ মৌসুমের পর এটাই তাদের সেরা সাফল্য। শুধু তাই নয়? দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা ডেল রে’র শিরোপা জয়ের নজিরও গড়ে তারা।
এপ্রিলের সেই ফাইনালে বিলবাও পেনাল্টি শ্যূটআউটে মায়োর্কাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিল। টেবিলের পাঁচে থেকে লা লিগার মৌসুম শেষ করার সৌজন্যে উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতাও অর্জন করে অ্যাথলেটিক বিলবাও। অন্যদিকে গেটাফে মৌসুম শেষ করেছিল টেবিলের ১২ নম্বরে থেকে। মাত্র ১০ ম্যাচে জয় পাওয়া এই দল এবার আরও ভালো করার জন্যই মরিয়া।
এদিকে গত মৌসুমে রীতিমতো চমকে দিয়েছিল জিরোনা। শুরু থেকেই দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত তিনে থেকে মৌসুমের সমাপ্তি টেনেছিল নবাগত দলটি। যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলা জিরোনার উপরে ছিল কেবলই রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা। নতুন মৌসুমে তাদের প্রথম প্রতিপক্ষ রিয়াল বেটিস। গত বছর যারা মৌসুম শেষ করেছিল টেবিলের সাতে থেকে।
লা লিগায় এবার স্পেনের রাজধানী মাদ্রিদ থেকেই প্রতিনিধিত্ব করবে সর্বোচ্চ ৫টি ক্লাব। নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবারও শক্তিশালী দল গঠন করেছে। অন্যদিকে বার্সিলোনাও নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে মরিয়া। লিগে এই দুই দলের দৈরথ তথা প্রথম এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ২০২৫ সালের ১১ই মে বার্সার মাঠে হবে এল ক্ল্যাসিকোর ফিরতি লেগ।