ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

হসকিনসনের মুখে সোনার হাসি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৪, ৬ আগস্ট ২০২৪

হসকিনসনের মুখে সোনার হাসি

মেয়েদের ৮০০ মিটারে সবার আগে দৌড় শেষ করে আনন্দে মাতোয়ারা ব্রিটেনের কিলি হসকিনসন

প্যারিস অলিম্পিকে ৮০০ মিটারে দাপট দেখালেন কিলি হসকিনসন। সোমবার এই  ইভেন্টে মাত্র ১ মিনিট ৫৬.৭২ সেকেন্ড সময় নিয়ে সমাপ্তিরেখা স্পর্শ করে স্বপ্নের অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ের নজির গড়েন তিনি। সেইসঙ্গে গ্রেট ব্রিটেনের তৃতীয় মহিলা হিসেবে ৮০০ মিটারে স্বর্ণপদক জয়ের নজির গড়লেন হসকিনসন। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার সিগে দুগুমা। দ্বিতীয় হওয়ার পথে এদিন তিনি সময় নেন ১ মিনিট ৫৭.১৫ সেকেন্ড। ১ মিনিট ৫৭.৪২ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার মেরি মোরা।
অথচ রুপা জেতাটাকে যেন নিয়মিত রীতিতে পরিণত করে ফেলেছিলেন কিলি হসকিনসন। ২০২০ টোকিও অলিম্পিকে প্রথমবার প্রতিনিধিত্ব করেই রৌপ্যপদক জিতেছিলেন গ্রেট ব্রিটেনের এই অ্যাথলেট। এরপর ২০২২ ইউজিন বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ বুদাপেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটার দৌড়েও রুপা জিতেন ২২ বছর বয়সী এই গ্রেট ব্রিটেনের তারকা দৌড়বিদ। সেইসঙ্গে বৈশ্বিক আসরে টানা তিনটি রুপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি।
যে কারণে এবার ব্রিটিশ কন্যার দিকে বাড়তি নজর ছিল ভক্ত-অনুরাগীদের। হতাশ করলেন না কিলি হসকিনসন। দাপুটের সঙ্গেই সোনা জিতলেন তিনি। সেইসঙ্গে আক্ষেপও ঘুচালেন ব্রিটিশ দৌড়বিদ। ২০২১ সালে রুপা জয়ের পর এবার স্বর্ণের পদক ছোয়ার অনুভূতিতে দারুণ রোমাঞ্চিত হসকিনসন। তবে সেজন্য যথেষ্ট ঘাম ঝরিয়েছেন তিনি।

তবে স্বর্ণ জয়ের স্বপ্ন যে বাস্তবে পরিণত হয়েছে তা এখনো বিশ্বাস করতে পারছেন না গ্রেট ব্রিটেনের এই তারকা অ্যাথলেট। স্বর্ণের পদক জয়ের পর হসকিনসন বলেন, ‘সত্যি কথা বলতে গত বছরে আমি অনেক পরিশ্রম করেছি। এখানে যখন সমাপ্তিরেখা স্পর্শ করি আপনারাও হয়তো আমার সেই আনন্দের দৃশ্যটা দেখতে পেরেছেন। তবে অবশেষে সেটা যে আমি করতে সক্ষম হয়েছি তা এখনো বিশ্বাস করতে পারছি না।’
২০১৬ সালে ব্রাজিলের রাজধানী রিওতে অনুষ্ঠিত অলিম্পিকের আসরে ট্র্যাক কাঁপিয়েছিলেন মোহাম্মদ ফারাহ। ৫,০০০ এবং ১০,০০০ মিটারে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন গ্রেট ব্রিটেনকে। মোহাম্মদ ফারাহর পর অলিম্পিকের ট্র্যাক ইভেন্ট থেকে গ্রেট ব্রিটেনকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন হসকিনসন। শুধু তাই নয়?

দশম ব্রিটিশ মহিলা হিসেবে অলিম্পিকের অ্যাথলেটিকস থেকে স্বর্ণ উপহার দিলেন হসকিনসন। তার সোনার সৌজন্যে মঙ্গলবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্যারিস অলিম্পিকের পদক তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে গ্রেট ব্রিটেন। ১২ স্বর্ণ, ১৩ রৌপ্য আর ১৭ ব্রোঞ্জসহ মোট ৪২ পদক নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। যেখানে শীর্ষে যুক্তরাষ্ট্র।

২১ স্বর্ণ, ৩০ রুপা আর ২৮ ব্রোঞ্জসহ মোট ৭৯ পদক নিয়ে ২০২৪ অলিম্পিকের পদক তালিকায় সবার উপরে অবস্থান করছে আমেরিকার অ্যাথলেটরা। যুক্তরাষ্ট্রের সমান ২১ স্বর্ণ, ১৮ রৌপ্য আর ১৪ ব্রোঞ্জসহ মোট ৫৩ পদক নিয়ে টেবিলের দুইয়ে চীন। ১৩ সোনা, ১৬ রুপা, ১৯ ব্রোঞ্জ নিয়ে তালিকার তিনে আয়োজক দেশ ফ্রান্স।

×