.
প্যারিসের বার্সি অ্যারেনায় আবার সবার চোখে মনোমুগ্ধকর দৃষ্টি। এক ঝাঁক তারকার লড়াই- কে জিতবেন? টোকিওতে স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্রের সুন্দরী সুনিসা লি নাকি ব্রাজিলের অভিজ্ঞ রেবেকা আন্দ্রাদে। তাদের সঙ্গে লড়াই করে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জে অনেকটাই নির্ভার হয়ে সাবলীল পারফর্ম্যান্স প্রদর্শন করে সেরা হন সিমোন বিলেস। সর্বমোট ৫৯.১৩১ স্কোর নিয়ে প্যারিস অলিম্পিকে আরেকটি স্বর্ণপদকের হাসিতে ভাসেন তিনি। ৮ বছর পর অলিম্পিকের এই ব্যক্তিগত ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ২৭ বছর বয়সী এ মার্কিন কৃষ্ণ কন্যা। আরেকটি স্বর্ণ পদক, দুদিন আগে এই ইভেন্টের দলগত প্রতিযোগিতায় সেরা হন তিনি এবং ইতিহাস গড়েন দেশের পক্ষে সর্বাধিক অলিম্পিক পদক জয়ের। এখন অলিম্পিকে স্বর্ণ তার ৬টি এবং মোট পদক ৯টি। তিনি স্পর্শ করেছেন কিংবদন্তি নাদিয়া কোমানিচি ও সোভিয়েত রাশিয়ার লুডমিলা তুরিশেভার ৯টি অলিম্পিক পদক জয়ের রেকর্ড। তবে উভয়ের চেয়ে স্বর্ণপদক বেশি বিলেসের। সর্বকালের সেরা অলিম্পিয়ান নারী জিমন্যাস্ট হিসেবে এখন তৃতীয় স্থানে তিনি।
৮ বছর আগে রিও ডি জেনিরোয় ১৯ বছর বয়সে যা করেছেন তাতেই বিশ্বব্যাপী মেয়েদের শৈল্পিক জিমন্যাস্টিকস ভক্ত-সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন বিলেস। কিন্তু সবাই হতাশ হন ৪ বছর পর টোকিওতে। তেমন কিছুই করতে না পারার হতাশায় কয়েকটি ইভেন্ট থেকে সরেও দাঁড়ান মানসিক সমস্যার কথা জানিয়ে।
তবে এবার দলগত অল অ্যারাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেই উজ্জীবিত হয়ে ওঠেন মেয়েদের বিশ্ব জিমন্যাস্টিকস ইতিহাসে সর্বাধিক পদক জেতা বিলেস। উজ্জীবিত বিলেসকে তাই বৃহস্পতিবার রাতে মোহনীয় পারফর্ম করতে দেখা গেছে। ব্যক্তিগত অল অ্যারাউন্ডে নেমে তিনটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থাকেন বিলেস। এর মধ্যে শুরুতে ভল্টে ১৫.৭৬৬ করে সবার ওপরে থাকলেও আনইভেন বারসে ১৩.৭৩৩ স্কোর করে কিছুটা পিছিয়ে পড়েন। তবে ব্যালান্স বিমে আবার নিজেকে ফিরে পেয়েছেন। এই ইভেন্টে ১৪.৫৬৬ আর ফ্লোর ইভেন্টে ১৫.০৬৬ স্কোর করে সবার ওপরে থাকেন বিলেস। সবমিলিয়ে ৫৯.১৩১ স্কোর নিয়ে সবার শীর্ষে থেকে শেষ করেন তিনি। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তবে তিনি সার্বিকভাবে ৫৭.৯৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন। বিলেসের স্বদেশী সুনিসা লি গত অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। এবার তিনি ৫৬.৪৬৫ স্কোর নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন।
এবার শুরুটা দারুণ হওয়াতে রিওর পুনরাবৃত্তি বিলেসের কাছ থেকে চাইছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দুটি স্বর্ণ জিতে আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ক্রমেই নিজেকে নিখুঁত আর মোহনীয় রূপে প্রদর্শন করে ঝলক দেখিয়ে যাচ্ছেন বিলেস। আজ ভল্ট, সোমবার একই দিনে ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজের ফাইনাল। এর মধ্যে ভল্ট ও ফ্লোর ইভেন্টে অন্যতম ফেভারিট বিলেস। তাই প্যারিসেই নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাবেন নিঃসন্দেহে। ইতোমধ্যেই কিংবদন্তি কোমানিচিকে পেছনে ফেলেছেন। রোমান সেই তারকা অলিম্পিকে ৫টি স্বর্ণ জিতেছেন। অলিম্পিকে নারীদের জিমন্যাস্টিকসে সর্বাধিক ১৮ পদক জিতেছেন সোভিয়েত রাশিয়ার ল্যারিসা ল্যাটাইনিনা। এর মধ্যে ৯টিই স্বর্ণপদক। বিলেসের স্বর্ণ ৬টি, সবমিলিয়ে পদক এখন ৯টি। পরের ৩ ইভেন্ট থেকে এখন ২টি পদক জিতলেও অলিম্পিকে সর্বকালের সেরা নারী জিমন্যাস্ট হিসেবে দ্বিতীয় স্থানে উঠবেন তিনি। এই মুহূর্তে তৎকালীন চেকোশ্লাভাকিয়ার ভেরা কাস্লাভাস্কা ১১টি পদক জিতে দ্বিতীয় অবস্থানে।