
লতা মণ্ডল, রুমানা আহমেদ ও পান্না ঘোষ
লতা মণ্ডল ॥ পরিবারের আপত্তির পরও ক্রিকেট খেলায় এসে পরে পরিবারের মন জয় করেছেন, হৃদয় জিতে নিয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড় এবং তারকা এই অলরাউন্ডার হলেন লতা ম-ল। তিনি জনকণ্ঠকে বলেন, ‘যেহেতু আমি একজন বাংলাদেশী, সেহেতু স্বভাবতই চাইব এবার যেন আমার দেশ বিশ^কাপের সেমিফাইনালে উঠতে পারে। তবে আবেগ বাদ দিয়ে বাস্তবতার নিরিখে বলব শিরোপা জয়ের দাবিদার হতে পারে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।’ লতা আরও বলেন, ‘এবারের বাংলাদেশ দলটি অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে ভালোই হয়েছে। দলে একাধিক মেধাবী ও তরুণ ক্রিকেটার আছে। আশা করি, তারা ভালো খেলবে।’ তবে দলের অন্যতম অভিজ্ঞ ও তারকা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল দলে নেই। লতার ভাষ্য, ‘তামিম ইকবাল দলে থাকলে অবশ্যই ভালো হতো। তিনি তো অনেক অভিজ্ঞ। এখন কেন তিনি নেই, সেটা নিয়ে বলার কিছু নেই। এটা নির্বাচকদের ব্যাপার।’
এবারের বিশ^কাপে মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান স্বীয় নৈপুণ্যে প্রজ্জ্বলিত হবেন বলে বিশ^াস করেন লতা, ‘লিটন দাস ফর্মে না থাকলেও আশা করি ভালো করবেন।’
এবারের বিশ^কাপে ১০ দল ৪৫ দিনে ৪৮ ম্যাচ খেলবে। টাইট শিডিউল হয়ে গেল না? দ্বিমত করলেন লতা, ‘না। এখনকার ক্রিকেটারা সব পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে খেলতে পারে। এতে তারা অভ্যস্ত। তবে পাবলিকের কাছে এমনটা মনে না-ও হতে পারে। সূচি ঠিকই আছে। কোনো সমস্যা হবে না।’
রুমানা আহমেদ ॥ ছোটবেলায় স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার। মায়ের স্বপ্ন ছিল তার মেয়ে ডাক্তার হবে। কিন্তু বড় হয়ে তিনি হয়ে যান ক্রিকেটার! তিনি রুমানা আহমেদ। আইসিসি বর্ষসেরা টি২০ দলে সুযোগ পেয়েছেন, টি২০ এবং ওয়ানডেতে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং বিগ ব্যাসেও খেলেছেন এই লেগ স্পিনার ও বলেন, ‘জানি না কতদূর কি করতে পারবে। তারপরও এবারের বিশ^কাপে শিরোপাজয়ের ব্যাপারে ফেভারিট দলগুলোর তালিকায় অবশ্যই বাংলাদেশকে রাখব। অন্য দেশগুলোর কথা যদি বলেন, তাহলে ইন্ডিয়াকেই বেশি প্রেফার করব। তা ছাড়া তারা স্বাগতিক। এ ছাড়া অস্ট্রেলিয়ারও নাম বলব।’
তামিম ইকবালের বাদ পড়া নিয়ে রুমানার ভাষ্য, ‘খুবই স্যাড লেগেছে যে তামিমকে নেওয়া হয়নি বলে। ধরেই নিয়েছিলাম তিনি খেলবেন এবং ভালো করবেন। নতুন-পুরনো প্লেয়ার নিয়ে দল গঠন করা হয়েছে। তামিম ভাইকে নিলে দলটা আরও ভালো হতো। দলের আত্মবিশ^াসও বাড়ত। ওপেনাররা দলকে ভালো ভিত্তি এনে দেন। আর সেই কাজটা তামিম ভাই সবচেয়ে ভালো করতেন।’ বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে ‘দায়িত্বশীল ব্যাটার’ মনে করেন রুমানা। ‘এবারের বিশ^কাপে তিনি চোখ ধাঁধাঁনো কিছু করতে পারেন। আর সাকিব তো বেস্ট অলরাউন্ডার আছেনই। এ ছাড়া মিরাজেরও ওপরেও ভরসা থাকবে। মাহমুদুল্লাহ ভাই তার শেষ বিশ^কাপে স্মরণীয় কিছু করতে চাইবেন বলে আমার ধারণা।’
পান্না ঘোষ ॥ উত্তরবঙ্গের মেয়েটি শুরুতে ভলিবল খেলত। ২০০৪ সালের সিদ্ধান্ত নেন ক্রিকেটই হবে তার জীবন। ডানহাতি মিডিয়াম বোলারটির নাম পান্না ঘোষ। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশÑ এই তিনটি দেশকে এবারের বিশ^কাপের শক্তিশালী দেশ বলে মনে হচ্ছে। বাংলাদেশ দল নিয়ে তার অভিমত, ‘তামিম ভাই থাকলে খুব ভালো লাগত। তিনি অনেক বিশ^াসযোগ্য ব্যাটসম্যান। তার বিকল্প এখনো তৈরি হয়নি।’ পান্না আরও যোগ করেন, ‘তবে জুনিয়ররা যদি রান করতে পারে, সাকিব ভাই যদি ভালো খেলে এবং টিমওয়ার্কটা ভালো হয়, তাহলে তামিমের অভাব পূরণ করা যাবে এবং তখনই বাংলাদেশের পক্ষে সম্ভব সেমিফাইনালের খেলার যোগ্যতা অর্জন করা।’ শান্ত, মিরাজ, কোহলি, লোকেশ... এরা এবারের বিশ^কাপ মাতাবেন বলে ধারণা পান্নার। বাসায় পরিবারের সঙ্গে এবং মাঝে মধ্যে বান্ধবীদের সঙ্গেও বিশ^কাপ খেলা উপভোগ করবেন পান্না।