
ক্রিস্টিয়ানো রোনাল্ডো
সৌদি ক্লাব আল নাসরে উদ্ভাসিত নৈপুণ্য অব্যাহত রেখেছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ তারকার নৈপুণ্যে ভর করে নাসর ৩-১ গোলে হারিয়েছে তাজিকিস্থানের ক্লাব ইস্তিকললকে। রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে রোনাল্ডো করেন এক গোল। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন টালিসকা।
ম্যাচে আল নাসরের ছিল সম্পূর্ণ আধিপত্য। দেখে মনে হচ্ছিল নাসর পাড়ার কোনো ক্লাবের বিরুদ্ধে খেলছে! ৮০.৮ ভাগ ম্যাচের দখল ছিল আল নাসরের। মাত্র ১৯.২ ভাগ ইস্তিকললের। এতেই বোঝা যায় ম্যাচটা কতটা এক তরফা ছিল। অথচ এমন ম্যাচেই কি না প্রথমে পিছিয়ে পড়েছিল আল নাসর। ধারার বিপরীতে গোল হজম করে তারা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে গোল করে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই। ৪৪ মিনিটে গোলটি করেন তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। অবশেষে ৬৬ মিনিটে গিয়ে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান রোনাল্ডো। সমতাসূচক গোলটি করেন তিনি। এ নিয়ে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পেলেন এই পর্তুগাল অধিনায়ক।
ম্যাচের ৭২ ও ৭৭ মিনিটে আল নাসরকে আরও দুটি গোল উপহার দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন টালিসকা। এই জয়ে ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল নাসর। ইস্তিকলল ১ পয়েন্ট নিয়ে আছে সবার শেষে।