ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অল্পের জন্য পদক জিততে পারলেন না এশিয়ান গেমসে

তীরে এসে তরী ডুবল বক্সার সেলিমের

রুমেল খান

প্রকাশিত: ০১:০৩, ৪ অক্টোবর ২০২৩

তীরে এসে তরী ডুবল বক্সার সেলিমের

সেলিম

চীনের হাংঝুতে চলমান এশিয়ান গেমসে মঙ্গলবার বাংলাদেশের ক্রীড়াবিদরা চারটি ক্রীড়ায় অংশ নেন। সব খেলাতেই হতাশাজনক পারফর্ম্যান্স করেছে লাল-সবুজের অ্যাথলেটরা।
এশিয়ান গেমসের পুরুষ বক্সিংয়ে থেমে গেছে সেলিম হোসেনের স্বপ্নযাত্রা। কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষ শুদাই হারাদার কাছে হেরে গেছেন তিনি। পাঁচ জাজের ফলই গেছে সেলিমের বিপক্ষে। হেরেছেন ৫-০ ব্যবধানে। কিন্তু সমানতালে লড়াই করেছেন ৩১ বছর বয়সী এ বক্সার। হাংঝু জিমনেশিয়ামে দর্শকদের পুরো সমর্থন ছিল সেলিমের পক্ষেই। ম্যাচ শেষে নিজের পারফর্ম্যান্সে সন্তুষ্ট থাকার কথা বললেও গতি আর ক্ষিপ্রতায় পিছিয়ে থাকার কথা স্বীকার করেছেন সেলিম। চান তার পথ ধরে দেশের বক্সিং এগিয়ে যাবে। তার না পাওয়া পদক ভবিষ্যৎ প্রজন্ম অর্জন করবে। এখনো পর্যন্ত এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র ব্যক্তিগত পদক মোশাররফ হোসেনেরই।

সেই ১৯৮৬ সালে সিউল এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন এই বক্সার। এবারের হাংঝু এশিয়ান গেমসে সেই মোশাররফের কীর্তি ছোঁয়ারই স্বপ্ন দেখেছিলেন আরেক বক্সার সেলিম। তবে জাপানের শুদাই হারাদার কাছে হেরে সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। হাংঝুতে দুজন মুখোমুখি হয়েছিলেন অনূর্ধ্ব-৫৭ কেজির কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পা রাখতে পারতেন সেলিম, আর তাতেই ব্রোঞ্জপদক নিশ্চিত হয়ে যেত তার। প্রথম দুই রাউন্ডে শ্রীলঙ্কা ও তাজিকিস্তানের দুই বক্সারকে হারিয়ে সেই স্বপ্নই উজ্জ্বল হয়েছিল। ৩৭ বছর পর এশিয়াডের মঞ্চে আরেকটি ব্যক্তিগত পদকের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আর তা হলো না।

ফলে সেলিম ফিরছেন তাই খালি হাতেই। এশিয়ান গেমস পুরুষ কাবাডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫৫-১৮ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। হাংঝুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টার জিমনেশিয়ামে প্রথম থেকেই বাংলাদেশকে চেপে ধরে ভারত। প্রথমার্ধে ২৪-৯ পয়েন্টে এগিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে আরও ৩১ পয়েন্ট তুলে নেয় ভারত। ম্যাচে চার লোনা ভারতের। ম্যাচ শেষে বাংলাদেশের ভারতীয় কোচ রমেশ গিরি বেন্ডি তরুণদের আরও সময় দিতে বলেছেন। আশাবাদ ব্যক্ত করেছেন বাকি দুই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে। আজ বুধবার চাইনিজ তাইপের সঙ্গে তৃতীয় ম্যাচ বাংলাদেশ দলের।

ভারোত্তলনে ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে বি-গ্রুপে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ নাইম হোসেন। মোট ২৫৫ কেজি ওজন তোলেন তিনি। স্ন্যাচে ১১৫ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি। বি-গ্রুপে চার জন অংশ নিলেও মঙ্গোলিয়ার ভারোত্তলক শেষ করতে পারেননি তার অংশ। এর মধ্য দিয়ে এবারের গেমসে শেষ হয়েছে ভারোত্তলনে বাংলাদেশের অংশগ্রহণ।
এশিয়ান গেমসের দাবা ইভেন্টের পুরুষ দলগত দাবা ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ০.৫-৩.৫ গেম পয়েন্টে মঙ্গোলিয়ার কাছে পরাজিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব মঙ্গোলিয়ার গ্র্যান্ডমাস্টার বিলগুন সুমাইয়ার সঙ্গে ড্র করেন। বাংলাদেশের আন্তর্জজাতিক মাস্টার ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে মঙ্গোলিয়ার গ্র্যান্ডমাস্টার বুচচুলুন সেগমেদ, আন্তর্জাতিক মাস্টার গগ্যান-এরডেনি সুগার ও আন্তর্জাতিক মাস্টার আমারতুভসিন গেনজোরিকের কাছে হেরে যান। বাংলাদেশ দল ৫ খেলায় ৩ পয়েন্ট পেয়েছে।

×