ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, সাকিব কি খেলবেন?

প্রকাশিত: ১১:১৭, ২ অক্টোবর ২০২৩

আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, সাকিব কি খেলবেন?

বাংলাদেশ ক্রিকেট দল। 

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ সোমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  তবে সাকিব কি আজ খেলতে নামবেন? এ ছাড়া, চোটের কারণে মাহমুদউল্লাহ রিয়াদও আজ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।  

এদিকে, আজ বৃষ্টির শঙ্কাও রয়েছে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে এই মাঠে ভেস্তে গেছে ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি ম্যাচ। আজও কী তেমনটা হবে? বৃষ্টির পূর্বাভাস থাকায় সে শঙ্কাও তৈরি হয়েছে।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যথাসাধ্য বিশ্রাম এবং ফিট থাকার চেষ্টা করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ, আজ থেকে ঠিক আটদিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং, প্রস্তুতি ম্যাচটা প্রস্তুতির মতোই সারতে চায় টাইগাররা।

এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৪২ ওভারেই লঙ্কানদের করা ২৬৪ রান তাড়া করে জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। সব মিলিয়ে দলের মধ্যে রয়েছে একটা স্বস্তির সুবাতাস।

এম হাসান

×