ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

এশিয়ান গেমসের পর্দা উঠল হাংঝুতে 

রুমেল খান

প্রকাশিত: ০০:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসের পর্দা উঠল হাংঝুতে 

চীনের হাংঝুতে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা হাতে বাংলাদেশের ক্রীড়াদলের সদস্যরা

এশিয়ার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ক্রীড়া আসর হচ্ছে এশিয়ান গেমস। চীনের হাংঝুতে ঊনবিংশ এই আসরের আনুষ্ঠানিক পর্দা উঠল শনিবার। হাংঝুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। কোভিডের কারণে আসরটি শুরু হতে এক বছর বিলম্ব হয়েছে। ৪৫ দেশের প্রায় ১২ হাজার প্রতিযোগী মোট ৪০টি খেলার ৬১ ডিসিপ্লিনের ৪৮১ ইভেন্টে পদকের জন্য লড়াই করবে। 
গেমসটি ৫৪টি ভেন্যুতে মঞ্চস্থ হবে। এর ১৪টি নবনির্মিত। বেশিরভাগই হাংঝুতে, তবে ৩০০ কিলোমিটার দক্ষিণে ওয়েনঝু পর্যন্ত শহরগুলোতেও বিস্তৃত হবে। কেন্দ্রবিন্দু হলো ‘বিগ লোটাস’ অলিম্পিক স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ৮০ হাজার, যেখানে অ্যাথলেটিক্স,  উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান মঞ্চস্থ হবে।
উল্লেখ্য, অলিম্পিকের চেয়েও বেশি প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে এবারের বহুল আলোচিত এশিয়ান গেমসের ঊনবিংশ আসর। উদ্বোধনী অনুষ্ঠানে আসর শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আমন্ত্রিত অতিথি ছিলেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদ, যিনি চীনের অন্যতম মিত্র। আরও ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট রাজা রণধীর এবং কম্বোডিয়া, কুয়েত, নেপালসহ অন্য দেশের রাষ্ট্রনেতারা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নেওয়া ব্যাপক নিরাপত্তা। গেমস আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে শুরু হলেও ক্রীড়া কার্যক্রম মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল ফুটবল দিয়ে। চীন এর আগে দুবার এই আসর আয়োজন করেছে (১৯৯০ সালে বেজিং এবং ২০১০ সালে গুয়াংঝুতে)।
এই আসরে এবার ১৭টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবার ভালো করার স্বপ্ন বুনছেন বাংলার অ্যাথলেটরা। আগের আসরে পদকশূন্য থাকলেও এবার ক্রিকেট, শূটিং, আরচারি, দাবা থেকে পদক জয়ের আশা করছে বাংলাদেশ। ইতোমধ্যে নারী ক্রিকেট দল আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে। আর একটি ম্যাচ জয় পেলেই অন্তত রৌপ্যপদক জয় নিশ্চিত হয়ে যাবে জ্যোতির দলের। 
এবারের এশিয়ান গেমসের জন্য ২৪০ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে। দলে আছেন ১০৪ পুরুষ ও ৭৬ নারী অ্যাথলেট। এ ছাড়া ৫৫ জন পুরুষ কর্মকর্তা ও প্রশিক্ষক এবং পাঁচজন নারী প্রশিক্ষক ও কর্মকর্তা। 
আজ সাতটি ডিসিপ্লিনে নামবে বাংলাদেশের অ্যাথলেটরা। সেগুলো পুরুষ ফুটবল, শূটিং, তায়কোয়ানদো, জিমন্যাস্টিক্স, সাঁতার, হকি ও দাবা ইভেন্টে। নারী বক্সিংয়ে মাইনাস ৫০ কেজি ওজন ]েশ্রণিতে বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। 
এবারের এশিয়ান গেমসে ৪০ খেলার মধ্যে অলিম্পিকের ৩১টি খেলা রয়েছে। এর মধ্যে নয়টি খেলা, যার মধ্যে বক্সিং, ব্রেক ড্যান্সিং এবং টেনিস আগামী বছরের প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করবে। 
হাংঝু শহরটি তার প্রাচীন মন্দির, বাগান এবং দর্শনীয় ওয়েস্ট লেকের জন্য বিখ্যাত। এটি চীনের প্রযুক্তি শিল্পের অনানুষ্ঠানিক বাড়ি, বিশেষ করে জ্যাক মায়ের আলিবাবার জন্মস্থান। শহরটি কিয়াানতাং নদীর তীরে অবস্থিত এবং এটি গ্র্যান্ড ক্যানেলের দক্ষিণ টার্মিনাস, বিশ্বের দীর্ঘতম খাল, যা বেজিং থেকে ১৮০০ কিলোমিটার দূরে এবং মহাপ্রাচীরের পরে চীনের দ্বিতীয় প্রাচীন আশ্চর্য হিসেবে বিবেচিত। হাংঝু হলো চীনের প্রাচীন রাজধানীগুলোর মধ্যে একটি, অতীতে ৫৮৯ সালে বর্তমান নামের জন্য বসতি স্থাপনের আগে হাংচিউ গেস হাংচুউ নামে পরিচিত ছিল।
স্বাগতিক চীন ১৯৮২ সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে রয়েছে এবং ৮ অক্টোবর পর্দা নামার সময়ও একইভাবে শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
এশিয়ান গেমসের একটি বৈশিষ্ট্য হলোÑ এটি অলিম্পিকের চেয়ে একটু বেশি অদ্ভুত খেলাগুলোকে অন্তর্ভুক্ত করে। যেমন জিয়াংকুই, যা ‘চীনা দাবা’ নামেও পরিচিত। এ ছাড়াও আরও কিছু অদ্ভুত খেলা রয়েছে যেমনÑ কুরাশ (উজবেকিস্তানের একটি প্রাচীন কুস্তি)। 
এবারের আসরের পদকগুলোর নাম দেওয়া হয়েছে ‘শান শুই’ এবং একটি প্রাচীন সেতুর মতো হাংঝুর ল্যান্ডস্কেপগুলোকে চিত্রিত করা হয়েছে। তিনটি স্পোর্টস-প্লেয়িং রোবট, কংকং (হলুদ রঙ), লিয়ানলিয়ান (সবুজ) এবং চেনচেন (নীল) হলো গেমের মাসকট, যার প্রত্যেকটি শহরের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সঙ্গে যুক্ত।

×