ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে হারল বাংলাদেশ

প্রকাশিত: ২১:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে হারল বাংলাদেশ

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

কেবল এক ওভারের ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল বাংলাদেশ। লিটন দাস দ্রুত ফিরে গেলেও তানজিদ হাসান তামিমকে নিয়ে দারুণই খেলছিলেন তামিম ইকবাল।

কিন্তু প্রথম পাওয়ার প্লে শেষের পর প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন কিউই স্পিনার ইশ সোধি। ডানহাতি এই লেগ স্পিনার সাজঘরের পথ দেখান তানজিদ ও সৌম্য সরকারকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান করেছে বাংলাদেশ। তামিম ৩৯ ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন ৪ রানে।

২৫৫ রানের লক্ষ্যে নেমে শুরুটা সতর্কতার সঙ্গেই করেন তামিম ও লিটন। প্রথম পাঁচ ওভার অবিচ্ছিন্ন থেকেই কাটিয়ে দেন এই দুই ওপেনার। কিন্তু ষষ্ঠ ওভারে কিউইদের ব্রেকথ্রু এনে দেন কাইল জেমিসন। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা লিটন ক্যাচ দিয়ে বসেন থার্ড ম্যান অঞ্চলে থাকা ফিল্ডার রাচিন রবীন্দ্রকে। এরপর আগ্রাসী ব্যাটে খেলতে থাকেন তামিম। জেমিসনের এক ওভারে তিনটি চার মারেন অভিজ্ঞ এই ওপেনার।

দুই তামিমের জুটি যখন জমে যাচ্ছিল, ঠিক তখনই পথ হারালেন জুনিয়র তামিম। সোধির বলে তাকে শিকার করতে দুর্দান্ত এক ক্যাচ ধরেন কিউই অধিনায়ক। ১২ বলে ৩ চারে ১৬ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। দুই বল পর নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে শূন্য রান করা সৌম্যকে তুলে নেন সোধি। ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ বল টিকলেন সৌম্য। দ্রুত দুই উইকেট হারানোর ফলে চাপে পড়ে যায় বাংলাদেশ।

 

এস

×