
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট শিকারি মুস্তাফিজুর রহমানের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন সতীর্থরা
যেমনটা ভাবা হয়েছে সেটাই করেছেন মুস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাধারণত তিনি প্রতিপক্ষের জন্য বেশ দুর্বোধ্য। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাঁহাতি এই পেসার আবার জ¦লে উঠলেন। শুরু থেকে যেভাবে বোলিং করেছেন, তাতে করে কিউইদের ব্যাটিং লাইনআপ বড় রকমের চ্যালেঞ্জে পড়ে।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে মুস্তাফিজ প্রথম স্পেলে দুটি এবং ফিরতি ম্পেলে আরেকটি উইকেট নিয়ে বেশ সমস্যায় ফেলেন কিউই টপঅর্ডারদের। এদিন মিরপুরে ক্যারিয়ারের ৫০ উইকেট শিকারের মাইলফলকও পেরিয়েছেন তিনি। এই ভেন্যুতে তৃতীয় পেসার ও পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। পরবর্তীতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ভেলকিতেও বিপর্যস্ত হয় কিউইরা। ফলে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে মাত্র ১৩৬ রান করে তারা। বৃষ্টির কারণে আর পরবর্তীতে ব্যাটিং করতে পারেনি নিউজিল্যান্ড।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে মূল দলের অনেকেই নেই। তাই নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল না কারা থাকবেন একাদশে। তবে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে ফিরবেন সেটি যেমন নিশ্চিত ছিল, তেমনি সবাই এটিও নিশ্চিত ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে নামবেন। সেটিই সত্য হয়েছে।
এ ছাড়াও আড়াই বছর পর আবার ওয়ানডে খেলার সুযোগ পান সৌম্য সরকার। নুরুল হাসান সোহানও ১৪ মাস পর আবার ওয়ানডে খেলতে নামেন। বাকিরা ভারতের বিপক্ষে এশিয়া কাপে খেলা সর্বশেষ ম্যাচেও ছিলেন। নিউজিল্যান্ড দলও ৩ পেসার নিয়ে একাদশ গড়ে নামে। ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড দল।
মুস্তাফিজ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত লাইন-লেংন্থের বলে রান তুলতে হিমশিম খেতে থাকেন কিউই ওপেনাররা। তবে ৪.৩ ওভার হতেই বৃষ্টি নামে। সেই ঝিরঝির বৃষ্টি প্রায় এক ঘণ্টা অব্যাহত থাকে। দেড় ঘণ্টা পর ম্যাচ আবার শুরু করা সম্ভব হয়েছে। তখন ৪২ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য।
এরপরই মুস্তাফিজ ধাক্কা দেন কিউই ব্যাটিং লাইনে। সপ্তম ওভারে তার বলে সাজঘরে ফেরেন ওপেনার ফিন অ্যালেন (২০ বলে ৯)। নবম ওভারে আবার চ্যাড বাওয়েস (১) তার শিকার হন। দুজনকেই কট বিহাইন্ড করেছেন মুস্তাফিজ। ১৬ রানে ২ উইকেট হারানোর পর দারুণ প্রতিরোধ গড়েন উইল ইয়াং ও হেনরি নিকোলস। তারা তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। এটি মিরপুরে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটে সেরা জুটি।
ইয়াং ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকান ৮৩ বলে। এর মধ্যে দারুণ খেলতে থাকা নিকোলস মুস্তাফিজের তৃতীয় শিকার হয়েছেন। ফিরতি স্পেলে এসে জুটি ভেঙে দেন তিনি। স্বাচ্ছন্দ্যে ব্যাট চালানো নিকোলস ৫৭ বলে ৩ চারে ৪৪ রানে এলবিডব্লিউ হন। ইয়াংও বেশিক্ষণ থাকতে পারেননি। নাসুমের বাঁহাতি স্পিনে তিনি ফিরেছেন ৯১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে। সেটি ৩১তম ওভার।
ওই ওভারেই রাচিন রবীন্দ্রকে (০) এলবিডব্লিউ করে নিউজিল্যান্ডকে নতুন করে বিপর্যয়ে ঠেলে দেন নাসুম। ১২৩ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেল ও কোল ম্যাকনকি দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাদের প্রচেষ্টায় আবার বৃষ্টি হানা দিয়ে বিঘ্নিত সৃষ্টি করে। ৩৩.৪ ওভার পর্যন্ত ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। মুস্তাফিজ ৩ উইকেট শিকার করেন ৭ ওভারে ১ মেডেনে ২৭ রান দিয়ে।
এর মাধ্যমে মিরপুরে মাশরাফি বিন মর্তুজা (৬৪ ম্যাচে ৯৪) ও রুবেল হোসেনের (৪৯ ম্যাচে ৬৫) পর তৃতীয় পেসার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন মুস্তাফিজ। তবে মিরপুরে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে মুস্তাফিজ দ্রুততম মাত্র ২৬তম ওয়ানডে খেলতে নেমে। সাকিব আল হাসান এই ভেন্যুতে ৮৯ ম্যাচে সর্বাধিক ১৩৪ উইকেট নিয়েছেন।
এ ছাড়া আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের মিরপুরে ৫২ ম্যাচে উইকেট আছে ৭৫টি। সেদিক থেকে পঞ্চম বোলার হিসেবে মিরপুরে ৫০ উইকেট পেরিয়েছেন মুস্তাফিজ। তার উইকেট এখন ৫১টি। নাসুম ৮ ওভার বোলিং করে ৩ মেডেনে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন।