
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাগর আহমেদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের হামলা এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে তিল্লি ইউনিয়নের পাড়তিল্লি বাজারে এ কর্মসূচির আয়োজন করে তিল্লি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ-সমর্থিত একটি সন্ত্রাসী চক্র যুবদল নেতা সাগর আহমেদের ওপর হামলা চালায়। এছাড়া বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে এবং নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে কামরুল ইসলাম, উজ্জল হোসেন, শাহ আলম, রিপন, ইকবাল ও রাজিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চর তিল্লি বাজারে একটি সাজানো মানববন্ধনের আয়োজন করা হয়। তারা আরো বলেন, এই ধরনের হামলা ও অপপ্রচার বিএনপির নেতাকর্মীদের দমন এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর হীন চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আইনি ও রাজনৈতিকভাবে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবো।
তিল্লি ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, সাগর আহমেদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত একটি কুচক্রী মহল বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে।
তিল্লি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, এই হামলা শুধু সাগর আহমেদের ওপর নয়, এটি তিল্লি ইউনিয়নের গণতন্ত্রকামী সকল মানুষের ওপর আঘাত। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি।এই ধরনের ষড়যন্ত্র সফল হবে না। নেতাকর্মীদের আমরা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব উজ্জল হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে সাজানো অভিযোগে চর তিল্লি বাজারে যে মানববন্ধন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল এসব অপচেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আসিফ