ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গুলি চালিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা ধরা পড়লো রাতের অন্ধকারে!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:২০, ১১ মে ২০২৫

গুলি চালিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা ধরা পড়লো রাতের অন্ধকারে!

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বন্দুকসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। তারা হলেন- পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও তার সহযোগী মো: বছিরুল হক প্রকাশ শাহীন (২৩)। 

শনিবার রাত দেড়টায় পটিয়া-বোয়ালখালী সীমান্তের মিলিটারিপুল এলাকায় যৌথ চেক বসিয়ে এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  পরে তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ১টি একনলা বন্দুক, কার্তুজ ৪ পিচ, ১টি লোহার পাত, কাঠের হাতল বিশিষ্ট চাকু, ১টি স্টেইনলেস স্টিল ননচাকুসহ বিভিন্ন সরঞ্জাম।  

পুলিশ জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির পলাতক থাকেন। তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করে। রবিবার দুপুরে পটিয়া থানা ও বোয়ালখালী থানা পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।  পরে তাদের স্বীকারোক্তি মতে পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ আলোছায়া নামক আবাসিক ভবনের (ডা: আয়ুব নবীর বাড়ি) ৪র্থ তলা  ভাড়া বাসা থেকে অবৈধভাবে রাখা অস্ত্রগুলো উদ্ধার করে। 

গত ৪ আগস্ট পটিয়া থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে অস্ত্র দিয়ে পটিয়া জামিয়া মাদ্রাসার ছাত্রদের উপর গুলিবর্ষণ করে সাব্বিরের নেতৃত্বে। 

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর পটিয়ায় গুলি চালানো পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির ও তার এক সহযোগী চেক পোস্টে ধরা পড়ে। তাদের কাছ উদ্ধার করা হয়েছে অস্ত্র, কার্তুজ। বোয়ালখালী ও পটিয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালিয়েছে। এ ঘটনায় বোয়ালখালী থানার এসআই শেহাব উদ্দিন বাদী পটিয়া থানায় একটি  এজাহার দায়ের করেছেন।                                

শহীদ

×