
ছবি: জনকন্ঠ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রকাশ্যে জামায়াতকর্মী গোলাম আজমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যার দেড় মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে গত ১৯ মার্চ বিকেলে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২২ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরদিন নিহতের পিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। কিন্তু এক মাস ২০ দিন পার হলেও এখনও একজন আসামিও গ্রেপ্তার হয়নি।
বক্তারা আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নীরব। তাদের গ্রেপ্তারে কোনো তৎপরতা নেই। উল্টো আসামিরা এখনও নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। ফলে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করা হবে।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ও সংস্কার সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি এসএম মহিউদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা, নিহত গোলাম আজমের পিতা আব্দুল খালেক, মা রহিসা বেগম, বোন খালেদা বেগম, স্ত্রী হালেমা খাতুন ও ওয়াহেদ আলীসহ অন্যরা।
শহীদ