ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শনিবার দেশে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট

প্রকাশিত: ২০:২২, ২১ সেপ্টেম্বর ২০২৩

শনিবার দেশে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট

সংবাদ সম্মেলন

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’। দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের প্রচার ও বিকাশের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইভেন্ট।

এএফ বক্সিং প্রমোশন আয়োজিত এই ইভেন্টটি পরিচালনা করবে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। আজ বৃহস্পতিবার ঢাকার প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক ও নিয়ন্ত্রক সংস্থা।

এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বক্সাররা অংশ নেবেন। ইভেন্টটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও সঞ্চালনা করবেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আর কে. মণ্ডল (রবিন)। 

প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুব ক্রীড়া বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি থাকবেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির বিশ্বের অন্যতম শক্তিশালী মানব বাংলাদেশের ম্যাক ইউরি বজ্রমুনি, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটির সভাপতি মাইক আল্টামুরা, ইন্ডিয়ান পেশাদার বক্সিং দলের ম্যানেজার নাসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কোভিদ চৌধুরী তনয় প্রমুখ।
 

 

রুমেল খান

×