বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু সচেতনতামুলক র্যালি ও ফোর সাইড স্যান্ড রাগবি প্রতিযোগিতা আগামী শনিবার পল্টন ময়দানের বালুতে ফোর সাইড স্যান্ড রাগবি অনুষ্ঠিত হবে।