ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেখ রাসেল ক্লাব কাপ রাগবি প্রতিযোগিতা 

প্রকাশিত: ১৯:৫৫, ২৪ আগস্ট ২০২৩

শেখ রাসেল ক্লাব কাপ রাগবি প্রতিযোগিতা 

প্রতীকী ছবি ।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামকরণে, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যাবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় কাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী শেখ রাসেল অনুর্ধ-১৮ ক্লাব কাপ (পুরুষ ও নারী) রাগবি প্রতিযোগিতা ঢাকার পল্টন মাঠে অনুষ্ঠিত হবে। 

সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব নজরুল ইসলাম। 

পুরুষ বিভাগে অংশ নেবে সাতটি দল। এরা হল : সিটি স্পোর্টস বিডি রাগবি ক্লাব, মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন, কেরানীগঞ্জ রাগবি ক্লাব, এসআর রাগবি ক্লাব, গুলশান নিকেতন ক্লাব, ঢাকা রাগবি ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। 
নারী বিভাগে অংশ নেবে ৪টি দল। দলগুলো হচ্ছে : ফ্লেইম গার্লস ক্লাব, লক্ষীবাজার রাগবি ক্লাব, গুলশান নিকেতন ক্লাব ও এসএফএক্স।
 

 

রুমেল খান

×