ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই

প্রকাশিত: ১১:১৬, ৩০ মে ২০২৩

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই

ছবি: সংগৃহীত।

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল-এর শিরোপা জিতলো চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ১৩ রান। গুজরাট টাইটান্সের মোহিত শর্মার করা প্রথম বলে রান নিতে পারলেন না শিবাম ধুবে। পরের তিন বল থেকে এলো তিন রান। শেষ দুই বলে দরকার ১০ রান, স্ট্রাইকে রবীন্দ্র জাদেজা।

সোমবার (২৯ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকঠাসা গ্যালারিতে তখন চরম উৎকণ্ঠা, দুই দলের ডাক আউটে নিশ্বাস বন্ধ হওয়া অবস্থা।

এমন চাপে ২ বলে ১০ রান নেওয়া সম্ভব? অনেকে যখন মনে মনে এমন প্রশ্ন আওড়াচ্ছেন, জাদেজা তখন জয়ের বন্দরে চোখ রেখেছেন। মোহিতের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার; জাদেজা বীরত্বে দারুণ এক জয়ে আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আইপিএলে ফাইনালের ইতিহাসে রেকর্ড ২১৪ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। 

গুজরাটের দেয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই মাত্র ৩ বল মোকাবিলা করার পরই বৃষ্টি নামে। এরপর ১৫ ওভারে ধোনির দলের লক্ষ্য দাঁড়ায় ১৭১ রান। এই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনার ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াদ ব্যাট হাতে ঝড় তুলেন।

নতুন নিয়মে পাওয়ার প্লের ৪ ওভারে ৫২ রান করেন এই দুই ব্যাটার। দলীয় ৭৪ রানের মাথায় ২৬ রানে ব্যাট করা গায়কোয়াদের বিদায়ে ভাঙে এই জুটি। একই ওভারের শেষ বলে আরেক ওপেনার কনওয়ে ৪৭ রান করে বিদায় নেন। এই দুজনকেই বিদায় করে ম্যাচে ফেরান আফগান স্পিনার নুর আহমাদ।

এরপর শিভম দুবে ও আজিঙ্কা রাহানে ব্যাট হাতে চেন্নাইকে এগিয়ে নেন। কিন্তু ১৩ বলে সমান দুটি করে চার-ছক্কায় ২৭ রান করে মোহিত শর্মার বলে বিদায় নেন রাহানে। এরপর দলীয় ১৪৯ রানের মাথায় পরপর দুই বলে সাজঘরে ফেরেন অম্বাতি রাইডু (১৯) ও মহেন্দ্র সিং ধোনি (০)। এই দুই উইকেটও নেন সাবেক চেন্নাই তারকা পেসার মোহিত।

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। প্রথম চার বল থেকে মাত্র ৩ রান নিতে পারেন চেন্নাইয়ের দুই ব্যাটার দুবে ও জাদেজা। ফলে শেষ দুই বলে জয়ের জন্য দরকার হয় ১০ রান। প্রথম বলে সজোরে ছক্কা হাঁকানোর পর শেষ বলে উইকেটের বাম পাশ দিয়ে চার মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন জাদেজা।

এমএম

×