ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রি-ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ৩০ মে ২০২৩

প্রি-ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ রিয়াদ

বিশ্বকাপে ফিনিশার হিসেবে আফিফ হোসেনের সঙ্গে ফেরার রেসে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সম্প্রতি খোদ বোর্ড (বিসিবি) প্রধানও এমন ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, জাতীয় দল থেকে অনেক দূরে সরে গেছেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ, ঠিক তার আগের মাসে এশিয়া কাপ। এ সময়ের মধ্যে একটা মাত্র সিরিজ খেলার সুযোগ টাইগারদের সামনে। ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে সেই সিরিজ সামনে রেখে হোম অব ক্রিকেট মিরপুরে সোমবার থেকে প্রি-ক্যাম্প (অনুশীলন) শুরু করেছে বাংলাদেশ। সেখানে ছিলেন না মাহমুদুল্লাহ। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, পবিত্র হজ পালনের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন তিনি। অবশ্য স্কোয়াডের অনেকেই প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না।
‘এটা (হজ) একটা সেন্সিটিভ ইস্যু। এখানে সবাইকে বিবেচনা করতে হবে, কম্প্রোমাইজের ব্যাপার আছে। যেহেতু সে একটি ফরজ কাজ করতে যাচ্ছে এখানে অবশ্যই আমাদের সাপোর্ট দিতে হবে। সিলেকশান হবে কি হবে না সেটা সিলেক্টরাই বলে দেবে। তবে আমি মনে করি এটার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।’ বলেন জালাল ইউনুস।

×