ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান অনূর্ধ্ব–২৩ ফুটবল বাছাইপর্বে সহজ গ্রুপে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার 

প্রকাশিত: ২২:২৬, ২৫ মে ২০২৩

এশিয়ান অনূর্ধ্ব–২৩ ফুটবল বাছাইপর্বে সহজ গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব–২৩ ফুটবল

 

কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠানে এশিয়ার ৪৩টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১০টি গ্রুপে আছে ৪টি করে দল। অন্যটিতে ৩টি। বাছাইপর্বের খেলা হবে ৪-১২ জুলাই।  কাতারে চূড়ান্ত পর্ব হবে আগামী বছর, ১৫ এপ্রিল থেকে ৩ মে।

সেপ্টেম্বরে এশিয়ান গেমস খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তবে তার আগেই ২০২৪ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশগ্রহণ করবে তারা। যার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। 

এইচ' গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন। থাইল্যান্ড এই গ্রুপের শীর্ষ দল। দুইয়ে মালয়েশিয়া, তিনে বাংলাদেশ। সবার নিচে ফিলিপাইন।

কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠানে এশিয়ার ৪৩টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১০টি গ্রুপে আছে ৪টি করে দল। অন্যটিতে ৩টি। বাছাইপর্বের খেলা হবে ৪-১২ জুলাই।  কাতারে চূড়ান্ত পর্ব হবে আগামী বছর, ১৫ এপ্রিল থেকে ৩ মে।

এবারের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো তুলনামূলক সহজ। গ্রুপে নেই জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার কিংবা ইরানের মতো এশিয়ার শীর্ষ কোনো দেশ। বাংলাদেশের পক্ষে পয়েন্ট পাওয়া তাই খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

২৩ সেপ্টেম্বর চীনে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আগে বাংলাদেশ এই তিন ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিতে পারে।

এমএস

×