ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

স্বাধীনতা দিবস হ্যান্ডবলে আনসারের দ্বৈত শিরোপা

প্রকাশিত: ২০:৪৫, ১৭ মার্চ ২০২৩

স্বাধীনতা দিবস হ্যান্ডবলে আনসারের দ্বৈত শিরোপা

আনসারের দ্বৈত শিরোপা।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় দ্বৈত শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার।

শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

নারী বিভাগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫৬-৩০ গোলে তেঁতুলিয়া
উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়। 

বিজয়ী দল প্রথমার্ধে ২১-১৩ গোলে এগিয়েছিল। আনসারের খাদিজা একাই করেন সর্বোচ্চ ১৪
গোল। 

এদিকে পুরুষ বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আনসার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ৪০-৩৯ গোলে বর্ডার গার্ড বাংলাদেশকে হারায়।

বিজয়ী দল প্রথমার্ধে ২১-১৭ গোলে এগিয়েছিল। বিজিত দলের মেহেদী ফাইনালে
সর্বোচ্চ ১০ গোল করেন।

নারী বিভাগে আনসারের আল্পনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত
হন। পুরুষ বিভাগেও আনসারের উচু প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জাফর উদ্দীন
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের
মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক তাপতুন নাসরীন, সাংগঠনিক কমিটির সম্পাদক ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এমএম

monarchmart
monarchmart