ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুরি হওয়া টাকা দিয়ে দিলেন কিরণ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

চুরি হওয়া টাকা দিয়ে দিলেন কিরণ

শামসুন্নাহার সিনিয়র, সানজিদা ও কৃষ্ণা রানীর সঙ্গে মাহফুজা কিরণ

বিমানবন্দর থেকে খোয়া যাওয়া তিন নারী ফুটবলারের অর্থ দিয়ে দিয়েছে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এ নিয়ে নারী ফুটবলারদের মন স্বভাবতই বিষণ্ণ ছিল। তবে এখন আবার তাদের মুখে স্বস্তির হাসি। কেননা শনিবার হারানো টাকার বেশি পেয়েছেন কৃষ্ণা-সানজিদারা।
জানা গেছে, হারানো অর্থের চেয়েও অনেক বেশি পেয়েছেন তিন খেলোয়াড়।
এ নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সানজিদা ও কৃষ্ণাদের চুরি যাওয়া টাকা দিয়ে দিয়েছে বাফুফে। বাচ্চা মেয়েদের টাকা হারিয়ে গেছে। আমাদের তো ব্যক্তিগত দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে দিয়ে দিয়েছি। এই কারণে যে, তারা যেন খুশি থাকে। মাহফুজা আক্তার কিরণের ব্যক্তিগত ফান্ড থেকে দেয়া হয়েছে।’
শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার হারালেও তিনি পেয়েছেন ১ লাখ টাকা। কৃষ্ণা রানী সরকার ৫০০ ডলার ও ৫০ হাজার টাকা হারিয়েছেন। তবে পেয়েছেন দেড় লাখ টাকা। আর সানজিদা আক্তারের ৪০০ ডলার হারালেও তাকে লাখ টাকা মূল্যের আইফোন দেয়া হয়েছে।
কিরণ বলেছেন, ‘দায়িত্ববোধ, কর্তব্য ও ভালবাসা থেকে ওদের আমি অর্থ দিয়েছি। ওরা ছোট। ওদের কাছে এই টাকা কোটি টাকার মতো। যা হারিয়েছে তার চেয়ে বেশি দিয়েছি। ওরা যেন বুঝতে পারে মাথার ওপর গার্ডিয়ান আছে।’ হারানো অর্থ ফিরে পেয়ে দারুণ খুশি খেলোয়াড়রা।

 

×