
চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪৬-০ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জেতে। এছাড়া মাগুরা জেলা ১২-৭ পয়েন্টে গাইবান্ধা জেলাকে হারিয়ে তৃতীয় হয়।
প্রধান অতিথি হিসেবে বিজিয়ী ও বিজিত দলকে পুরস্কৃত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মৌসুম আলী এবং যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ।