ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইম্বলডনেও দোর্দণ্ড প্রতাপে খেলছেন জেবিয়ার

কোয়ার্টার ফাইনালে জেবিয়ার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৮, ৫ জুলাই ২০২২; আপডেট: ১৪:৩৬, ৫ জুলাই ২০২২

কোয়ার্টার ফাইনালে জেবিয়ার

জেবিয়ার

চলতি মৌসুমে বিশ্ব টেনিসে এককভাবেই দাপট দেখাচ্ছিলেন ইগা সুইয়াটেকঅপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা পোল্যান্ডের এই তারকা শেষ পর্যন্ত উইম্বলডনের তৃতীয় পর্বে এসে পরাজয়ের স্বাদ পানফলে টুর্নামেন্টের ফেবারিট হিসেবে তার জায়গায় এখন আলোচনায় উঠে আসছে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা উনস জেবিয়ারের নামতিউনিসিয়ান তারকার সময়টাও ভাল যাচ্ছেবার্লিনের শিরোপা জিতেই যে অল ইংল্যান্ড ক্লাবের মিশন শুরু করেন তিনিউইম্বলডনেও দোর্দ-প্রতাপে খেলছেন জেবিয়ারটানা চার ম্যাচ জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় বাছাই

শেষ ষোলোর ম্যাচে উনস জেবিয়ার রবিবার ৭-৬(১১/৯) এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন এলিস মার্টেন্সকেএর ফলে টানা দ্বিতীয় মৌসুমের মতো উইম্বলডনের শেষ আটে জায়গা করে নেন তিনিশুধু তাই নয়? চলতি মৌসুমে ঘাসের কোর্টে এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেননি তিনিঅর্থা ৯ জয়ের বিপরীতে কোন হার নেই তারউইম্বলডনেও এখন পর্যন্ত কোন সেটে হারেননি ২৭ বছরের এই তারকাবেলজিয়ামের মার্টেন্সকে হারানোর পর যেন তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে

জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনিজেবিয়ার বলেন, ‘আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবকেননা, ঘাসের কোর্টে খেলতে আমার খুব ভাল লাগেপ্রকৃতির সঙ্গে আমার যে সম্পর্ক তা সত্যিই খুব উপভোগ করিআশা করি, ফাইনাল পর্যন্ত চালিয়ে যেতে পারব তাজীবনের প্রথম মেজর কোন টুর্নামেন্টের সেমিফাইনালের পথে জেবিয়ারের সামনে বাধা এখন মেরি বৌজকোভাচেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় শেষ ষোলোর ম্যাচে বিদায় করেন ক্যারোলিন গার্সিয়াকেএদিন তিনি ৭-৫ এবং ৬-২ ব্যবধানে হারান ফরাসী তারকা ক্যারোলিন গার্সিয়াকে

জেবিয়ার-গার্সিয়ার জয়ের দিনে হেরে গেছেন জেলেনা ওস্টাপেঙ্কো এবং হেথার ওয়াটসনফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কোকে হারিয়ে চমক অব্যাহত রেখেছেন টাটজানা মারিয়া

×