ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ ষোলোতে জেবিয়ার

জিএম মোস্তফা

প্রকাশিত: ০১:০৫, ৩ জুলাই ২০২২

শেষ ষোলোতে জেবিয়ার

উনস জেবিয়ার

উইম্বলডনের শেষ ষোলতে জায়গা করে নিয়েছেন উনস জেবিয়ার, হেথার ওয়াটসন, জেলেনা ওস্টাপেঙ্কো, ক্যারোলিন গার্সিয়া এবং এলিস মার্টেন্সের মতো তারকারাতবে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয় পর্বেও অঘটন দেখেছেন ভক্ত-অনুরাগীরাসেরেনা উইলিয়ামস-এমা রাদুকানুর পর অল ইংল্যান্ড ক্লাব থেকে এবার ছিটকে গেলেন মারিয়া সাক্কারি, এ্যাঞ্জেলিক কারবার, বারবোরা ক্রেসিকোভা এবং কেটি বৌল্টারের মতো ফেবারিটরা

উইম্বলডন শুরুর আগে বার্লিন ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন উনস জেবিয়ারফলে ফেবারিটের ট্যাগ গায়ে মেখেই কোর্টে নামেন তিনিতিউনিসিয়ার এই তারকা ছুটে চলছেন নিজের মতো করেইটানা তিন জয়ের দেখা পেয়েছেন তিনিতৃতীয় পর্বের ম্যাচে শুক্রবার সেন্টার কোর্টে উনস জেবিয়ার ৬-২ এবং ৬-৩ ব্যবধানে পরাজিত করেন ফরাসী তরুণী দিয়ান প্যারিকেসেইসঙ্গে ঘাসের কোর্টে টানা ৮ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছেন তিনিতৃতীয় পর্বের বাধা অতিক্রম করে দারুণ রোমাঞ্চিত জেবিয়ারনিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এখানে খেলতে আমার খুব ভাল লাগেযতদূর সম্ভব নিজেকে নিয়ে যেতে চাইকেননা, এই মুহূর্তে আমি খেলাটাকে খুব উপভোগ করছিচতুর্থ রাউন্ডে ২৭ বছর বয়সী জেবিয়ারের প্রতিপক্ষ এলিস মার্টেন্সবেলজিয়াম তারকা তৃতীয় পর্বে বিদায় করেছেন টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবারকেএদিন তিনি ৬-৪ এবং ৭-৫ গেমে সরাসরি সেটে পরাজিত করেন জার্মান তারকাকেএর আগে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০৩ নম্বরে থাকা টাটজানা মারিয়া চমকে দিয়েছেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই মারিয়া সাক্কারিকে হারিয়েএদিন তিনি ৬-৩ এবং ৭-৫ ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেন গ্রীক তারকাকেশেষ ষোলোতে তার প্রতিপক্ষ এখন জেলেনা ওস্টাপেঙ্কো২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনিএরপরই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন লাটভিয়ান তারকাকিন্তু রোঁলা গ্যাঁরোর শিরোপা জেতা ওস্টাপেঙ্কো আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন নাদীর্ঘদিন পর উইম্বলডনে যেন আবারও স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন তিনিতৃতীয় পর্বে ইরিনা ক্যামেলিয়া বেগুকে ৩-৬, ৬-১ এবং ৬-১ ব্যবধানে হারিয়েসেইসঙ্গে চার বছর পর এই প্রথম কোন মেজর টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছেন এই লাটভিয়ানচতুর্থ রাউন্ডের টিকেট কেটে গ্রেট ব্রিটেনের ভক্ত-অনুরাগীদের আনন্দ-উল্লাসে ভাসিয়েছেন হেথার ওয়াটসনদীর্ঘ এক দশকেরও বেশি সময় পর উই¤¦লডনের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি১২ বছর আগে তরুণ বয়সে উইম্বলডনের অভিষেক ঘটেছিল ওয়াটসনেরসেই তরুণীর বর্তমান বয়স ৩০এই বয়সে এসেই জীবনের প্রথম উইম্বলডনের চতুর্থ রাউন্ডের টিকেট কাটলেন তিনিসাবেক ৩৮ নম্বরের এই ব্রিটিশ তারকা তৃতীয় পর্বের ম্যাচে ৭-৬ (৬) এবং ৬-২ ব্যবধানে হারান স্লোভেনিয়ার কাজা জুভানকেপরের রাউন্ডে ওয়াটসনের প্রতিপক্ষ জুলে নিয়েমেরারতৃতীয় পর্বের ম্যাচে যিনি তিন সেটের কঠিন লড়াইয়ের পর হারের স্বাদ উপহার দেন লেসিয়া সুরেঙ্কোকেম্যাচের ফলাফল ৬-৪, ৩-৬ এবং ৬-৩ওয়াটসন জিতলেও ছিটকে গেছেন তার স্বদেশী কেটি বৌল্টারতাকে ৬-১ এবং ৬-১ গেমে হারিয়ে চমক অব্যাহত রেখেছেন হার্মোনি ট্যানএছাড়াও তৃতীয় পর্বের বাধা জয় করেছেন ফরাসী তারকা ক্যারোলিন গার্সিয়াশুক্রবার তিনি ৭-৬ (৭/৩) এবং ৭-৬ (৭/৫) ব্যবধানে পরাজিত করেন চীনের ঝ্যাং শুয়াইকেশনিবার বিদায় নিয়েছেন সাবেক গ্র্যান্ডস্লাম জয়ী তারকা বারবোরা ক্রেসিকোভাও

এ্যাজলা টোমলজানোভিচের কাছে ২-৬, ৬-৪ এবং ৬-৩ ব্যবধানে হার মানেন গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী এই চেক তারকা

×