ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মহিলা ইমার্জিং এশিয়া কাপ

পাকিস্তানকে ৬৫ রানে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০৯:২২, ২৭ অক্টোবর ২০১৯

 পাকিস্তানকে ৬৫ রানে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় চলমান এসিসি মহিলা ইমার্জিং টিমস এশিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে টুর্নামেন্টের সময়সূচী বদলানো হয়েছিল। তবে শনিবার মাঠে গড়ানোর পরও বৈরী আবহাওয়ায় ম্যাচ ৪৮ ওভারে নেমে আসে। বেলিসারার নেভি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে বাংলাদেশ। ওপেনার মুরশিদা খাতুন ৬৯ ও ফাহিমা খাতুন অপরাজিত ৩৪ রান করেন। জবাবে পাকিস্তানের মহিলা ইমার্জিং দল ৪৩.৪ ওভারেই মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। মুনিবা আলী সর্বোচ্চ ২৭ ও তুবা হাসান ২১ রান করেন। বাংলাদেশের পক্ষে শায়লা শারমিন দুর্দান্ত বোলিং করে ২০ রানে ৩টি ও রাবেয়া মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। মুরশিদা দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন।
×