
অনলাইন ডেস্ক॥ হুট করেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংসের অধিনায়কের পদ ছেড়ে দিলেন শোয়েব মালিক। জানা গেছে, পাকিস্তানের সাবেক এই অধিনায়কের পরিবর্তে নেতৃত্বে থাকবেন রবি বোপারা।
দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার এই ঘোষণা দেন মালিক। আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে এখন অবধি জয় পেয়েছে করাচি। তাই, এটাকেই পদত্যাগের কারণ বলে মনে করা হচ্ছে।
যদিও, নিজের খেলার প্রতি আরও মনোযোগী হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শোয়েব মালিক। বললেন, ‘আমি অধিনায়কত্বের জন্য নিজের খেলায় মনোযোগী হতে পারছি না। এখন আমি নির্ভর। আশা করি, দ্রুতই ফর্ম ফিরে পাবো।’
২০ ফেব্রুয়ারি, শনিবার করাচি কিংস দলের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে এসেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাই, তাদের ছাড়াই মাঠে নামতে হবে বোপারা-মালিকদের।