ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

“লামিন ইয়ামাল এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন”

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫৭, ১৮ এপ্রিল ২০২৫

“লামিন ইয়ামাল এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন”

ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের উদীয়মান তারকা লামিন ইয়ামাল যেন রূপকথার গল্প লিখছেন নিজের ক্যারিয়ারে। বয়স মাত্র ১৭, কিন্তু ইতোমধ্যে ইউরো জয়, গোল্ডেন বয় পুরস্কার, এবং বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। আর এই বিস্ময় বালকের প্রশংসায় এবার পঞ্চমুখ হয়েছেন স্বয়ং লিওনেল মেসি।

আর্জেন্টাইন কিংবদন্তি মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “লামিন ইয়ামাল যা দেখাচ্ছে তা সত্যিই অসাধারণ। সে ইতোমধ্যে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। ও এখনো মাত্র ১৭ বছর বয়সী, কিন্তু তার খেলায় এমন পরিপক্বতা যে, তাকে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বলা যায়।”

মেসির ভবিষ্যদ্বাণী: ইয়ামাল হবেন আরও পরিণত
মেসি মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইয়ামালের খেলা আরও পরিণত হবে। নিজের অভিজ্ঞতা টেনে এনে মেসি বলেন, “সময় যত যাবে, ও আরও অভিজ্ঞ হবে। আমি যেমন আমার খেলায় বিভিন্ন দিক যোগ করেছি, তেমনভাবেই ইয়ামালও নিজেকে আরও উন্নত করবে। তার অসাধারণ গুণ আছে।”

ইয়ামালের কৃতিত্ব: অল্প বয়সেই ইতিহাস
মাত্র ১৬ বছর বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েন ইয়ামাল। সেই টুর্নামেন্টেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করে নজির স্থাপন করেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বয় পুরস্কার।

বার্সেলোনার ভরসা এখন ইয়ামাল
বর্তমানে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সাফল্যের পেছনেও বড় ভূমিকা রাখছেন ইয়ামাল। মাসের শেষে কোপা দেল রে ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা।

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ইয়ামাল
যদি ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ইয়ামাল ইউরো, লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন, তবে ফুটবল ইতিহাসে এটিই হবে সবচেয়ে উজ্জ্বল শুরুগুলোর একটি—এ ব্যাপারে সংশয় নেই।

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার