ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ফের মাশরাফির ছোট ভাইয়ের রহস্যজনক স্ট্যাটাস

প্রকাশিত: ১৯:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৯:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ফের মাশরাফির ছোট ভাইয়ের রহস্যজনক স্ট্যাটাস

মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

উত্তাল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। উতপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বকাপ মিশনকে সামনে রেখে আজ অনুশীলন করেছে টাইগাররা। আগামীকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নিবে সাকিব বাহিনী। 

তবে এইসব নিয়ে যেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কোনো আগ্রহ নেই। সবাই মেতে আছেন তামিম-সাকিব ইস্যুতে। কেন তামিমকে বিশ্বকাপ দলে নেয়া হলো না, কেনই বা তামিমকে আফগানিস্তানের বিপক্ষে না খেলার কথা বলল কিংবা মিডল অর্ডারে খেলার প্রস্তাবই বা কীভাবে দিলো। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাকিবকে নিয়েও। সাকিব কি পারতেন না তামিমকে দলে রাখতে? তবে কি সাকিবের চাওয়াতেই বাদ পড়েছেন তামিম? 

দুই ক্রিকেটার ও সমর্থকদের এতো সব প্রশ্ন, আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এক রহস্যের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা। 

বুধবার রাতে মোরসালিন তার স্ট্যাটাসে লেখেন, ‘পিকচার বাকি আছে এখনো, ওয়েট, ওয়েট, ওয়েট’। মাশরাফির ছোট ভাইয়ের এমন স্ট্যাটাস নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। এর পেছনে কারণ, মাশরাফির মধ্যস্থতায় প্রধনমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফিরেছিলেন তামিম। আবার সাকিব-তামিম ইস্যু ও তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার ইস্যুতেও মধ্যস্থতা করার চেষ্টা চালিয়েছিলেন মাশরাফি। তাই মাশরাফির ছোট ভাইয়ের এমন স্ট্যাটাসে রহস্য তৈরি হতেই পারে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফের স্ট্যাটাস দেন মোরশালিন। যদিও এবার তার স্ট্যাটাসটি ছিলও আরও বেশি রহস্যজনক। তিনি লেখেন, ৭.৩০ পিএম। হয়তো সন্ধ্যা ৭.৩০ মিনিটে নতুন কোনো সিদ্ধান্ত কিংবা ক্রিকেট নিয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে। 

 

এস

×