ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকায় ফিরেছেন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪০, ১৫ নভেম্বর ২০২২

কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকায় ফিরেছেন

শ্রীধরন শ্রীরাম

টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। দুই জয়ে সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়া টাইগাররা গত সপ্তাহেই দেশে ফিরেছে। তবে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। কেননা দরজায় কড়া নাড়ছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে প্রধান কোচের দায়িত্বে আবারও টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডোমিঙ্গো। সোমবার সকালে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। আগের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, ‘ভারত সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি।’ টি২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য অস্ট্রেলিয়া থেকে সরাসরি আমেরিকায় পরিবারের কাছে চলে গেছেন। ভারতের সঙ্গে মিরপুরে প্রথম ওয়ানডে ৪ ডিসেম্বর। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। চট্টগ্রামে প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

×