
ছবি: সংগৃহীত
মাইক্রোসফট আগামী ৫ মে, ২০২৫ থেকে স্কাইপ প্ল্যাটফর্মটি বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে কোম্পানিটি তার মূল যোগাযোগ সেবা হিসেবে মাইক্রোসফট টিমসকে প্রতিষ্ঠিত করতে চায়।
স্কাইপ ব্যবহারকারীরা তাদের বিদ্যমান অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রোসফট টিমসে লগ ইন করে চ্যাট, কন্টাক্টস ও কথোপকথনসহ পরিচিত ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া, টিমসে ক্যালেন্ডার ব্যবস্থাপনা ও কমিউনিটি ফিচারসহ অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে।
যারা টিমসে স্থানান্তর চান না, তারা তাদের স্কাইপ ডেটা যেমন চ্যাট, কন্টাক্টস ও কল হিস্ট্রি এক্সপোর্ট করতে পারবেন।
২০০৩ সালে চালু হওয়া স্কাইপ ২০১১ সালে মাইক্রোসফট কর্তৃক ৮.৫ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ফেইসবুক মেসেঞ্জার, জুম ও মাইক্রোসফট টিমসের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে পিছিয়ে পড়ে স্কাইপের জনপ্রিয়তা কমে যায়।
স্কাইপ ৫ মে, ২০২৫ পর্যন্ত চালু থাকবে। মাইক্রোসফট ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা ও রিসোর্স প্রদান করবে।
স্কাইপের বিদায় একটি যুগের সমাপ্তি, তবে মাইক্রোসফটের টিমস নতুন যুগের সূচনা
শিহাব