ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অ্যাপল ঘোষণা করল, যুক্তরাষ্ট্রে বিক্রীত আইফোন তৈরি হবে ভারতে

প্রকাশিত: ২২:৪০, ২ মে ২০২৫

অ্যাপল ঘোষণা করল, যুক্তরাষ্ট্রে বিক্রীত আইফোন তৈরি হবে ভারতে

চীনের ওপর নির্ভরতা কমিয়ে এবার যুক্তরাষ্ট্রগামী আইফোন ও অন্যান্য পণ্যের উৎপাদন ভারতে স্থানান্তরিত করবে অ্যাপল। কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে বিক্রীত অধিকাংশ আইফোন ভারতেই তৈরি হবে। এই সিদ্ধান্তটি অ্যাপল গ্রহণ করেছে বিশ্বের বাণিজ্যনীতির নাটকীয় পরিবর্তন এবং যুক্তরাষ্ট্র সরকারের শুল্কনীতির কারণে।

বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলনকালে টিম কুক বলেন, “আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রে বিক্রীত অধিকাংশ আইফোনের উৎপাদন ভারতে হবে।” পাশাপাশি, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডসের উৎপাদন কেন্দ্র ভিয়েতনামে স্থাপন করা হবে বলে তিনি জানান।

অ্যাপলের জন্য এই রূপান্তর প্রয়োজন হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্কের কারণে। চলতি প্রান্তিকে অ্যাপলের খরচ প্রায় ৯০০ মিলিয়ন ডলার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে শুল্ক ছাড়ের মাধ্যমে কিছুটা খরচ কমানোর সুযোগ তৈরি করেছে মার্কিন সরকার।

একই সময়, প্রযুক্তি বিশ্লেষকরা অ্যাপলের এই পরিবর্তনকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে দেখছেন। কয়েক বছর আগেও টিম কুক বলেছিলেন, "কেবল চীনই আইফোন তৈরি করতে পারে," তবে এখন তিনি ভারতকেই উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে, চীন থেকে উৎপাদন সরিয়ে ভারতে এবং ভিয়েতনামে স্থানান্তর সহজ হবে না, কারণ এতে সময় এবং বিপুল বিনিয়োগের প্রয়োজন পড়বে। সাপ্লাই চেইন স্থানান্তরের জন্য শুল্ক প্রভাবিত হবে এবং নতুন কারখানা প্রতিষ্ঠার জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।

তবে, এই পরিবর্তন সত্ত্বেও অ্যাপলের আয় বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে তাদের রাজস্ব দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।

অ্যামাজনও তাদের আয় বৃদ্ধি পেয়েছে, তবে শুল্কনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিষ্ঠানগুলো এখন তাদের সরবরাহ ব্যবস্থা বহুমুখীকরণের দিকে নজর দিচ্ছে, যাতে একক দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা না থাকে। এতে বৈশ্বিক সংকটের সময় বিকল্প পথ খোলা থাকবে।

এই পরিবর্তন প্রযুক্তি দুনিয়ায় একটি বড় বার্তা প্রদান করছে, যেখানে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীন-নির্ভরতা থেকে বেরিয়ে বিশ্বব্যাপী উৎপাদনের নতুন মানচিত্র তৈরি করছে।

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার