ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

টেসলার ‘সাইবার ট্রাক’ কিনবেন, জেনে নিন দাম 

প্রকাশিত: ১৮:০৭, ২ ডিসেম্বর ২০২৩

টেসলার ‘সাইবার ট্রাক’ কিনবেন, জেনে নিন দাম 

সাইবার ট্রাক

অবশেষে বাজারে এসেছে বহুল আলোচিত টেসলার সাইবার ট্রাক। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাক প্রকাশ্যে আনা হয়। জানা গেছে দামও। তবে দাম ঠিক যতটা বেশি হওয়ার কথা বলা হচ্ছিলো, এর থেকেও আরও বেশি ধরা হয়েছে এ গাড়ির দাম। 

গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) টেসলার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছে টেসলার আলোচিত ইলেকট্রিক গাড়ি সাইবার ট্রাক। পাশপাশি সবার সামনে এসেছে অত্যাধুনিক এই গাড়ির দামও। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক শুক্রবার এই গাড়ি উন্মোচন করেন।

বহুল আলোচিত সাইবার ট্রাক নামের টেসলার এই পিকআপ ট্রাকটি দেখতে অনেকটা সাইন্স ফিকশন চলচ্চিত্রে থাকা গাড়ির মতো। ২০১৯ সালের নভেম্বরে প্রথমবারের মতো সাইবার ট্রাককে জনসম্মুখে আনে টেসলা। সে সময় লস এঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে সাইবার ট্রাকের সাম্ভাব্য দামসহ নানা দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরেন ইলন মাস্ক।

তবে শুক্রবার গাড়ি উন্মোচনের দিন জানা যায়, সাম্ভাব্য দামের তুলনায় গাড়িটির দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ। পিকআপ ট্রাকটির দাম শুরু হবে ৬০ হাজার ৯৯০ মার্কিন ডলার থেকে। যা বাংলাদেশি টাকায় ৭০ লক্ষ টাকার কাছাকাছি। 

এদিন মাস্ক নিজেই সাইবার ট্রাকের একটি মডেল চালিয়েছেন এবং আগে অর্ডার করা ১০টি ট্রাক হস্তান্তর করেন।

ইলন মাস্ক জানান, তিনটি মডেলে পাওয়া যাবে এই সাইবার ট্রাকটি। যা পাওয়া যাবে ৬০ হাজার ৯৯০ থেকে ৯৯ হাজার ৯৯০ (১ কোটি ১০ লাখের বেশি) মার্কিন ডলারের মধ্যে।

তবে গাড়িটির দাম ও ফিচার প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মত অনেকের। বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন বডি ম্যাটেরিয়ালসহ উৎপাদন খরচের কারণে সাইবার ট্রাকের দাম বেড়েছে। গাড়িটি মূলত নির্বাচিত ধনী ক্রেতাদের আকর্ষণ করবে।

 

এবি

×