ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘স্যামসাং বুক’ সিরিজের নতুন আলট্রা ল্যাপটপ

প্রকাশিত: ২০:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

‘স্যামসাং বুক’ সিরিজের নতুন আলট্রা ল্যাপটপ

ল্যাপটপ

‘স্যামসাং বুক থ্রি’ ল্যাপটপ সিরিজের দুটি ল্যাপটপ ‘বুক থ্রি আলট্রা’ ও ‘বুক থ্রি প্রো’র মূল আকর্ষণ ২৮৮০*১৮০০ পিক্সেলের ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির সংযোজন হয়েছে। এছাড়া, ল্যাপটপের প্রসেসরগুলো ইনটেলের ১৩ প্রজন্মের।

এর মধ্যে বুক থ্রি প্রোর দুটি ভ্যারিয়েন্টে থাকছে ১৬ ইঞ্চির ডিসপ্লে ও ১৪ ইঞ্চির ডিসপ্লে। এ ছাড়া ‘বুক থ্রি প্রো ৩৬০’-এ ডিসপ্লেকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়। 

স্যামসাং বুক থ্রির প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে। ১৩ প্রজন্মের কোরআই-৭ প্রসেসরযুক্ত ল্যাপটপগুলোর র‍্যাম ১৬ জিবি ও স্টোরেজ ১ টিবি।

এদিকে বুক থ্রি-আলট্রার ঘোষণা দেওয়া হলেও কবে নাগাদ উন্মুক্ত করা হবে তা জানায়নি। 

সূত্র : দ্য ভার্জ

 

 এসআর

×