ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নফল নামাজের সময় জানুন, ইবাদত হবে আরও সুন্দর!

প্রকাশিত: ০৬:২৩, ৩০ জানুয়ারি ২০২৫

নফল নামাজের সময় জানুন, ইবাদত হবে আরও সুন্দর!

ইসলামে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এগুলো আল্লাহর নৈকট্য লাভ ও পুণ্য অর্জনের মাধ্যম হিসেবে বিবেচিত। নিচে গুরুত্বপূর্ণ কিছু নফল নামাজের বর্ণনা দেওয়া হলো:

১. তাহাজ্জুদ নামাজ

  • সময়: রাতের শেষ তৃতীয়াংশে
  • ফজিলত: রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তাহাজ্জুদের নামাজ আল্লাহর প্রিয় ইবাদত।" (সহীহ মুসলিম)

২. ইশরাক নামাজ

  • সময়: সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পর
  • রাকাত: ২ বা ৪ রাকাত
  • ফজিলত: এই নামাজ পড়লে ওমরাহ করার সমান সওয়াব পাওয়া যায় (তিরমিজি)।

৩. চাশত নামাজ (দুহা নামাজ)

  • সময়: সকাল ১০টা থেকে দুপুরের আগে
  • রাকাত: ২, ৪, ৬ বা ৮ রাকাত
  • ফজিলত: রাসুল (স.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন দুহা নামাজ আদায় করবে, তার গুনাহ মাফ হবে।” (মুসলিম)

৪. আওয়াবিন নামাজ

  • সময়: মাগরিবের পর
  • রাকাত: ৬ রাকাত
  • ফজিলত: রাসুলুল্লাহ (স.) বলেছেন, "মাগরিবের পর ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়।" (তিরমিজি)

৫. তাহিয়্যাতুল মসজিদ

  • সময়: মসজিদে প্রবেশের পর
  • রাকাত: ২ রাকাত
  • ফজিলত: এটি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের একটি বিশেষ ইবাদত।

৬. সালাতুত তওবা

  • সময়: যখনই গুনাহর জন্য অনুতপ্ত হবেন
  • রাকাত: ২ রাকাত
  • ফজিলত: এই নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন।

৭. সালাতুল হাজত

  • সময়: যখন কোনো বিশেষ প্রয়োজন বা দুশ্চিন্তা থাকে
  • রাকাত: ২ রাকাত
  • ফজিলত: এই নামাজ আল্লাহর সাহায্য পাওয়ার একটি উপায়।

এই নফল নামাজগুলো নিয়মিত আদায় করলে আল্লাহর নৈকট্য অর্জন এবং জান্নাত লাভের সুযোগ বাড়ে।

 

রাজু

×