ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জুমার দিনের বিশেষ ফজিলত

প্রকাশিত: ০৫:০৯, ২৭ ডিসেম্বর ২০২৪

জুমার দিনের বিশেষ ফজিলত

ছবি: প্রতীকী

জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত এ দিনের পরিধি। শুধু জুমার নামাজই নয়, এই দিনের বিশেষ আমল রয়েছে, যা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুমার রাতে বেশি ইবাদত করার কথা উল্লেখ রয়েছে। মাগরিব নামাজে সুরা কাফিরুন ও সুরা ইখলাস এবং এশার নামাজে সুরা জুমা ও সুরা মুনাফিকুন তিলাওয়াতের সুপারিশ করা হয়েছে। এ রাতেই সুরা দুখান তিলাওয়াত করলে ক্ষমা পাওয়া যায়। জুমার দিনের ফজরের নামাজে সুরা সিজদা ও সুরা দাহর তিলাওয়াত রাসুল (সা.)-এর সুন্নত।

এ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সুরা কাহফ তিলাওয়াত। এটি দুই জুমার মধ্যবর্তী সময় আল্লাহর আলো দ্বারা আলোকিত হওয়ার ফজিলত নিয়ে আসে। জুমার দিন কিয়ামতের স্মরণ করা উচিত, কারণ এই দিনেই কিয়ামত সংঘটিত হবে।

এ দিন রাসুল (সা.)-এর প্রতি বেশি দরুদ পাঠ করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দান-সদকা এবং পিতা-মাতার কবর জিয়ারত করার ফজিলত রয়েছে। জুমার দিনের বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়। বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় আল্লাহর কাছে দোয়া ও কল্যাণ প্রার্থনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুমার দিন ইবাদত, দোয়া এবং আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার একটি অনন্য সুযোগ।

এম.কে.

×