ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পুরনোদের জবাব দিতে শাপলা হাতে তরুণদের দল ‘NCP’ ময়দানে

প্রকাশিত: ১৯:৫৬, ৫ জুলাই ২০২৫

পুরনোদের জবাব দিতে শাপলা হাতে তরুণদের দল ‘NCP’ ময়দানে

সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা জোটনির্ভর, পরিবারকেন্দ্রিক ও ক্ষমতা-আসক্ত দলগুলোর বিপরীতে National Citizen Party (NCP) যেন এক টাটকা শ্বাস। তরুণদের নেতৃত্বে গঠিত এই রাজনৈতিক দল এখন অনেকেরই চোখে নতুন সময়ের প্রতীক। আর সেই নতুনত্বের প্রতীক হিসেবে তারা বেছে নিয়েছে ‘শাপলা ফুল’ বাংলাদেশের জাতীয় ফুল।

NCP নেতৃবৃন্দ জানান, "শাপলা" শুধু ফুল নয়, এটি বাংলাদেশি জনমানসের শিকড় ও সংস্কৃতির প্রতীক।একটি শাপলা পানির নিচ থেকে মাথা তুলে দাঁড়ায়, লম্বা কান্ড পেরিয়ে সূর্যের দিকে মুখ তুলে। এটি ঠিক সেই রকম একটি প্রতীক, যা বোঝায় অন্ধকার বা দমনমূলক পরিবেশ থেকেও সম্ভাবনা মাথা তোলে।

নাহিদ ইসলাম, দলটির আহ্বায়ক বলেন “শাপলা আমাদের সংগ্রামের প্রতীক। পানি থেকে উঠে আসা এই ফুল আমাদের বলে পচা রাজনীতির মধ্যেও স্বচ্ছতা গড়া সম্ভব। আমরাও তেমনি ভেসে উঠতে এসেছি।”

বাংলাদেশের রাজনৈতিক প্রতীকে এর আগে পেয়েছি ধান, নৌকা, হাঁস, মাছ। কিন্তু শাপলা প্রতিরোধের নয়, নির্মাণের প্রতীক।এটি কোনো যুদ্ধের নয়, বরং শান্তির, সংস্কারের এবং আত্মমর্যাদার প্রতীক। দলটি চায় শাপলার মতো সব শ্রেণি-পেশার নাগরিককে একত্র করে একটি নতুন গণতন্ত্র গড়ে তুলতে, যাকে তারা বলছে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’।

যে গ্রামে জন্মেছে শাপলা, সেখানেই জন্মেছে হাজারো বঞ্চিত স্বপ্ন।NCP’র মতে, এই ফুল চাষী, গৃহবধূ, দিনমজুর এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সবাইকে প্রতিনিধিত্ব করে। তারা বলছে, রাজনীতির আলো শুধু শহরে নয়, পানি ঘেরা গ্রামেও পৌঁছাতে হবে।

এক তরুণ কর্মী বলছিলেন “শাপলা যেমন নদী থেকে উঠে আসে, তেমনি NCP-ও উঠেছে নদীর পাড় থেকে জনগণের বুক থেকে।”

 নির্বাচন ও প্রতীকের কৌশল

  • NCP’র প্রতীক ‘শাপলা’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভাইরাল আন্দোলনের রূপ পেয়েছে।
  • ফেসবুক-ইনস্টাগ্রামে তরুণ-তরুণীরা প্রোফাইল পিকচারে লাগাচ্ছেন ‘শাপলা ব্যাজ’
  • ঢাকার রাস্তায় গ্রাফিতি আর হাতে আঁকা পোস্টারেও ছড়িয়ে পড়েছে এই প্রতীক
  • দলটির লক্ষ্য, যখনই আগামী জাতীয় নির্বাচন হবে, শাপলার প্রতীক যেন জনগণের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায়।

শাপলা এখন শুধুই ফুল নয়, এক রাজনৈতিক আবেগ।NCP যেভাবে এগোচ্ছে, তাতে বোঝা যাচ্ছে তারা রাজনীতিকে নতুন করে সংজ্ঞা দিতে চায়।তারা চাইছে এমন এক বাংলাদেশ, যেখানে প্রতীক নয়, মূল্যবোধ দিয়ে নেতৃত্ব চলে।আর সেই মূল্যবোধ গেঁথে আছে একটি শান্ত, সরল অথচ দৃঢ় ফুলে “শাপলায়”।

হ্যাপী

আরো পড়ুন  

×