ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কী কারণে রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া? 

প্রকাশিত: ০৯:১৫, ৩ জুলাই ২০২৫

কী কারণে রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া? 

রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

 রাশিয়ায় নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছায়, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সেনাবাহিনীকে সহায়তা করেছিল। 

পশ্চিমা কর্মকর্তাদের মতে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই নিরবতা বজায় রেখেছে।

এক পশ্চিমা গোয়েন্দা ইউক্রেনীয় নতুন গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, নতুন করে ৩০ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হতে পারে বলে খবর পেয়েছেন তারাও।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর এ জন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার সক্ষমতাও আছে রাশিয়ার।

এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সীমান্তের কাছে রুশ বাহিনীর সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় প্রস্তুত করা হচ্ছে, যা কয়েক হাজার উত্তর কোরীয় সেনা স্থানান্তরের বিশাল পরিকল্পনাকে প্রতিফলিত করে। 

এদিকে উত্তর কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাশিয়া সফরে গেছেন। 

তাসমিম

×