ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‎যারা দলকে ভালোবাসে না, তাদের দলে থাকার কোনো অধিকার নেই: স্বপন ফকির ‎

‎সাইফুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২৩:৪১, ৩০ জুন ২০২৫

‎যারা দলকে ভালোবাসে না, তাদের দলে থাকার কোনো অধিকার নেই: স্বপন ফকির ‎

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, “২০০১ সালে আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের দ্বারে গিয়েছিলাম, কিন্তু অনেকেই তখন বিভ্রান্তির মধ্যে ছিলেন। মধুপুর-ধনবাড়ীর জনগণকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করা হয়েছিল, যার ফলে আমরা ভালো ফল করতে পারিনি।”

রবিবার (২৯ জুন) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে যারা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত ছিল, তাদের কারণে সঠিকভাবে ভোটের ফলাফল আসেনি। এখনো কিছু বহিষ্কৃত ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা দলের আদর্শ ও শৃঙ্খলার বাইরে চলে গেছে। তাদের দলে থাকার অধিকার নেই।”

স্বপন আরও বলেন, “বিএনপিকে ভালোবাসেন, ত্যাগ স্বীকার করেন, এমন নেতাকর্মীদের সাথেই আমরা দলকে সুসংগঠিত করতে চাই। যারা দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে আমরা পরিষ্কারভাবে দল থেকে বাদ দিয়েছি।”

সভায় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আসিফ

×